ETV Bharat / sitara

এই মানুষটিকে নিয়ে গর্বিত বরুণ

বরুণ ধাওয়ানের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি 'অক্টোবর' । তিনি যে এত ভালো অভিনেতা, এই ছবিটা না হলে বোঝাই যেত না । ছবিতে বরুণের বিপরীতে অভিনয় করেছেন বনিতা সন্ধু । তাঁকে নিয়ে গর্বিত বরুণ ।

varun dhawan on banita sandhu
varun dhawan on banita sandhu
author img

By

Published : Jun 22, 2020, 9:56 PM IST

মুম্বই : সুজিত সরকার পরিচালিত 'অক্টোবর' ছবিতে বনিতা সন্ধু বেশিরভাগ সময়টা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে অভিনয় করেছেন । তবে শুধু চোখের অভিনয় দিয়ে 'শিউলি' চরিত্রটা দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি । আর এহেন কো-স্টারকে নিয়ে গর্বিত বরুণ ।

আজ বনিতার জন্মদিন । বিশেষ দিনটিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ । বনিতার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, "হ্যাপি বার্থডে বনিতা সন্ধু । তোমায় নিয়ে গর্বিত ।"

উত্তরে বনিতা লিখেছেন, "তোমায় নিয়ে সবসময় গর্বিত..."

varun dhawan on banita sandhu
.

এখন কী করছেন বনিতা ? সাই-ফাই অ্যাকশন সিরিজ় 'প্যান্ডোরা'-তে দেখা যাবে বনিতাকে । প্রিসকিলা কুইন্টানার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী ।

বনিতাকে জন্মদিনের শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

মুম্বই : সুজিত সরকার পরিচালিত 'অক্টোবর' ছবিতে বনিতা সন্ধু বেশিরভাগ সময়টা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে অভিনয় করেছেন । তবে শুধু চোখের অভিনয় দিয়ে 'শিউলি' চরিত্রটা দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি । আর এহেন কো-স্টারকে নিয়ে গর্বিত বরুণ ।

আজ বনিতার জন্মদিন । বিশেষ দিনটিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বরুণ । বনিতার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, "হ্যাপি বার্থডে বনিতা সন্ধু । তোমায় নিয়ে গর্বিত ।"

উত্তরে বনিতা লিখেছেন, "তোমায় নিয়ে সবসময় গর্বিত..."

varun dhawan on banita sandhu
.

এখন কী করছেন বনিতা ? সাই-ফাই অ্যাকশন সিরিজ় 'প্যান্ডোরা'-তে দেখা যাবে বনিতাকে । প্রিসকিলা কুইন্টানার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী ।

বনিতাকে জন্মদিনের শুভেচ্ছা ETV ভারত সিতারার পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.