নাতাশাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও বিয়ের জন্য যে কোনও তাড়াহুড়ো নেই সেটাও জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু, সূত্রের খবর ২০১৯-এই নাকি গাঁটছড়া বাঁধবেন তিনি। তবে, বাড়ির বড়দের ইচ্ছাতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দালাল ও ধাওয়ান দুই পরিবারেরই ইচ্ছা চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসুক বরুণ ও নাতাশা। সূত্রের খবর অনুযায়ী, বরুণ ও নাতাশা এখনই বিয়ে করতে চায় না। কিন্তু, পরিবারের চাপেই নাকি তাঁদের এখন বিয়ে করতে হচ্ছে। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি করেই হবে এই হাই-প্রোফাইল বিয়ে।