ETV Bharat / sitara

কোরোনা হওয়ার খবর ভুয়ো ? প্রশ্নের জবাব দিলেন বরুণ

কোরোনা আক্রান্ত বরুণ ধাওয়ান । এটা এখন কমবেশি সবাই জেনে গেছেন । তবুও কিছু মানুষের মধ্যে ট্রোল করার প্রবণতা থেকেই যায় । তেমনই এক ট্রোলারকে মোক্ষম জবাব দিলেন বরুণ ।

Varun dhawan on corona fake news
Varun dhawan on corona fake news
author img

By

Published : Dec 8, 2020, 1:57 PM IST

মুম্বই : বরুণ ধাওয়ান কোরোনা আক্রান্ত হওয়ার পর তাঁর অসংখ্য অনুরাগী সোশাল মিডিয়ার মাধ্যমে আরোগ্য কামনা করেছেন । তবে কিছু মানুষ এই পরিস্থিতির মধ্যেও ট্রোল করতে ছাড়ছেন না অভিনেতাকে । তেমনই একজন বরুণকে প্রশ্ন করেছেন যে, এই অসুস্থতার খবর ভুয়ো কিনা ।

তিনি লিখেছেন, বরুণ কি এখানেও ওভারঅ্যাক্টিং করছেন ? সাধারণত ট্রোলের জবাব দেন না অভিনেতা । কিন্তু এক্ষেত্রে না দিয়ে পারেননি ।

বরুণ লিখেছেন, "ওয়াও, তুমি কি মজাদার । কি দারুণ রসিকতাবোধ তোমার । আশা করব তুমি বা তোমার পরিবারকে এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে না হয় ।"

এটুকুতেই থামেননি বরুণ । তিনি সেই জনৈক ব্যক্তিকে এটাও লিখেছেন, "তবে তোমার পরিবারের লোককে তো তোমার এই রসিকতাবোধ সহ্য করতে হয়, কষ্ট পেতে হয় । তাড়াতাড়ি সেরে ওঠ বন্ধু ।"

এরপর সে আর কোনও মন্তব্য করবে বলে মনে হয় না । দেখে নিন...

Varun dhawan on corona fake news
এই সেই মন্তব্য ও বরুণের উত্তর

মুম্বই : বরুণ ধাওয়ান কোরোনা আক্রান্ত হওয়ার পর তাঁর অসংখ্য অনুরাগী সোশাল মিডিয়ার মাধ্যমে আরোগ্য কামনা করেছেন । তবে কিছু মানুষ এই পরিস্থিতির মধ্যেও ট্রোল করতে ছাড়ছেন না অভিনেতাকে । তেমনই একজন বরুণকে প্রশ্ন করেছেন যে, এই অসুস্থতার খবর ভুয়ো কিনা ।

তিনি লিখেছেন, বরুণ কি এখানেও ওভারঅ্যাক্টিং করছেন ? সাধারণত ট্রোলের জবাব দেন না অভিনেতা । কিন্তু এক্ষেত্রে না দিয়ে পারেননি ।

বরুণ লিখেছেন, "ওয়াও, তুমি কি মজাদার । কি দারুণ রসিকতাবোধ তোমার । আশা করব তুমি বা তোমার পরিবারকে এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে না হয় ।"

এটুকুতেই থামেননি বরুণ । তিনি সেই জনৈক ব্যক্তিকে এটাও লিখেছেন, "তবে তোমার পরিবারের লোককে তো তোমার এই রসিকতাবোধ সহ্য করতে হয়, কষ্ট পেতে হয় । তাড়াতাড়ি সেরে ওঠ বন্ধু ।"

এরপর সে আর কোনও মন্তব্য করবে বলে মনে হয় না । দেখে নিন...

Varun dhawan on corona fake news
এই সেই মন্তব্য ও বরুণের উত্তর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.