মুম্বই : 2021 সাল পড়তেই বিয়েটা সেরে ফেলেছেন বরুণ ধাওয়ান আর নতাশা দালাল । লকডাউন-কোরোনা এসব একটু শিথিল হতেই এত বছরের জমে থাকা কাজটা মিটিয়ে ফেলেছেন তাঁরা । কিন্তু, বিয়ে করার পর একে অপরের সঙ্গে সময় আর কাটাতে পারছেন কই ?
সারা রাত জেগে শুটিং করছেন বরুণ । একের পর এক ছবি জমে তাঁর পাইপলাইনে । তাই কাজ না করে আর কী উপায় অভিনেতার ? বউকে বাড়িতে রেখে শুটিং ফ্লোরেই কাটছে বরুণের রাত্রিগুলো ।
কিন্তু, ফেরার সময় তাঁর আনন্দ আর ধরে কে ! ইনস্টাস্টোরিতে একটি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, "স্ত্রীয়ের কাছে ফিরছি" । ভোরবেলা গাড়ি করে তখন বাড়ির পথে বরুণ । মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি ।
কোথায় শুটিং করছেন বরুণ ? সেই ঝলকও দেখিয়েছেন তিনি । জেটিতে বাঁধা কোনও এক জাহাজে শুটিং চলছে ছবির । তবে সেটা কোন ছবি তা পরিষ্কার নয় এখনও । দেখে নিন...