ETV Bharat / sitara

বিয়ের পর সাংবাদিকদের জন্য খাবার পাঠালেন বরুণ-নতাশা - Varun Dhawan and Natasha Dalal send food

বিয়ে সম্পন্ন হওয়ার পরই রিসর্টের বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে দেখা করেন বরুণ ও নতাশা । তাঁদের জন্য খাবারের প্যাকেটও পাঠিয়ে দিয়েছিলেন নব দম্পতি ।

asd
asd
author img

By

Published : Jan 25, 2021, 12:05 PM IST

আলিবাগ : কয়েকদিন ধরেই বরুণ ধাওয়ান ও নতাশা দালালের বিয়ে নিয়ে জল্পনা চলছিল । সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল সাত পাকে বাঁধা পড়েন তাঁরা । পরিণতি পায় তাঁদের বহু বছরের প্রেম । আর এই বিশেষ দিনে রিসর্টের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সংবাদমাধ্যমের কর্মী ও পাপারাৎজ়িদের নিরাশ করেননি তাঁরা । বিয়ের পর দেখা করার পাশাপাশি তাঁদের জন্য খাবারের প্যাকেটও পাঠিয়ে দিয়েছিলেন ।

কথা ছিল সূর্যাস্তকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন বরুণ ও নতাশা । সেই মতো বিকেল 4টের সময় বিয়ের সময় ঠিক করা হয়েছিল । কিন্তু, বিয়ে শুরু হতে হতে সন্ধে সাড়ে 6টা বেজে যায় । শেষ হয় রাত সাড়ে 10টা নাগাদ ।

এদিকে রাত প্রায় সাড়ে 10টা পর্যন্ত নব দম্পতির কোনও ছবি পাননি পাপারাৎজ়িরা । তাই সংবাদমাধ্যমের কথা মাথায় রেখে বিয়ের পরই তাঁদের সঙ্গে দেখা করতে রিসর্টের বাইরে যান নব দম্পতি । হাসিমুখে ক্যামেরায় পোজ় দিতে দেখা যায় তাঁদের ।

বিয়ের পর প্রথমবার একসঙ্গে বরুণ-নতাশা

তবে শুধুমাত্র সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করেই থেমে যাননি । বরং তাঁদের সবার জন্য মিষ্টি ও খাবারের প্যাকেট পাঠিয়ে দিয়েছিলেন বরুণ ও নতাশা ।

এছাড়া রিসর্টের মধ্যে অতিথিসহ পরিবারের সদস্যদের ফোন নিষিদ্ধ করা হয়েছিল । ফ্লেক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রিসর্টের চারপাশ । বাইরে থেকে যাতে না কেউ কোনও ছবি তুলতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছিল । এরপর বিয়ে সম্পন্ন হওয়ার পরই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বরুণ । তারপর নতাশাকে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করতে আসেন তিনি ।

আলিবাগ : কয়েকদিন ধরেই বরুণ ধাওয়ান ও নতাশা দালালের বিয়ে নিয়ে জল্পনা চলছিল । সব জল্পনার অবসান ঘটিয়ে গতকাল সাত পাকে বাঁধা পড়েন তাঁরা । পরিণতি পায় তাঁদের বহু বছরের প্রেম । আর এই বিশেষ দিনে রিসর্টের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সংবাদমাধ্যমের কর্মী ও পাপারাৎজ়িদের নিরাশ করেননি তাঁরা । বিয়ের পর দেখা করার পাশাপাশি তাঁদের জন্য খাবারের প্যাকেটও পাঠিয়ে দিয়েছিলেন ।

কথা ছিল সূর্যাস্তকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন বরুণ ও নতাশা । সেই মতো বিকেল 4টের সময় বিয়ের সময় ঠিক করা হয়েছিল । কিন্তু, বিয়ে শুরু হতে হতে সন্ধে সাড়ে 6টা বেজে যায় । শেষ হয় রাত সাড়ে 10টা নাগাদ ।

এদিকে রাত প্রায় সাড়ে 10টা পর্যন্ত নব দম্পতির কোনও ছবি পাননি পাপারাৎজ়িরা । তাই সংবাদমাধ্যমের কথা মাথায় রেখে বিয়ের পরই তাঁদের সঙ্গে দেখা করতে রিসর্টের বাইরে যান নব দম্পতি । হাসিমুখে ক্যামেরায় পোজ় দিতে দেখা যায় তাঁদের ।

বিয়ের পর প্রথমবার একসঙ্গে বরুণ-নতাশা

তবে শুধুমাত্র সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করেই থেমে যাননি । বরং তাঁদের সবার জন্য মিষ্টি ও খাবারের প্যাকেট পাঠিয়ে দিয়েছিলেন বরুণ ও নতাশা ।

এছাড়া রিসর্টের মধ্যে অতিথিসহ পরিবারের সদস্যদের ফোন নিষিদ্ধ করা হয়েছিল । ফ্লেক্স দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রিসর্টের চারপাশ । বাইরে থেকে যাতে না কেউ কোনও ছবি তুলতে পারে তার জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছিল । এরপর বিয়ে সম্পন্ন হওয়ার পরই সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বরুণ । তারপর নতাশাকে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে দেখা করতে আসেন তিনি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.