মুম্বই : সোশাল মিডিয়ার দাপট যত বেড়েছে হ্যাকারদের দাপটও বেড়েছে তাল মিলিয়ে । সোশাল মিডিয়ার নিরাপত্তা যত কঠিন হয়েছে, হ্যাকাররাও শান দিয়েছে নিজেদের স্কিলে । তাই হ্যাকিংয়ের ঘটনা আজ খুবই প্রচলিত সত্যি । সম্প্রতি উর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে । তবে তৎপর মুম্বই পুলিশের সাহায্যে এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী ।
ইনস্টাগ্রামে একটি পোস্ট করে উর্মিলা জানিয়েছেন যে, তিনি ফিরে এসেছেন ইনস্টাগ্রামে । লিখেছেন, "আমি আবার ফিরে এলাম । ইনস্টাগ্রাম আর মুম্বই পুলিশকে অনেক ধন্যবাদ আমার অ্যাকাউন্টটিকে উদ্ধার করার জন্য । তবে এখনও আমার কয়েকটি পোস্ট মিসিং ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গতকাল অর্থাৎ 16 ডিসেম্বর উর্মিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয় । টুইট করে খবরটি জানিয়েছিলেন তিনি । তাঁকে ইনস্টাগ্রামের পক্ষ থেকে করা একটি মেসেজে কয়েকটি স্টেপ ফলো করতে বলা হয় ।
এই স্টেপগুলো ফলো করলে উর্মিলার অ্যাকাউন্টটা ভেরিফাই করা যাবে, জানানো হয় সেই মেসেজে । উর্মিলা যেইমাত্র সেই স্টেপগুলো ফলো করেন, তখনই তাঁর অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যায় ।
উর্মিলা সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের সাইবার সেলে FIR দায়ের করেন । আর পুলিশ তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা নিয়ে উদ্ধার করে অভিনেত্রীর অ্যাকাউন্ট ।
-
“Cyber crimes” is not something that women should take lightly..as I went to file FIR on my @instagram ac hacking met this dynamic DCP #cybercrime @MumbaiPolice Smt. Rashmi Karandikar who enlightened me lot more on the issue. Will surely be working on it in future. @MahaCyber1 pic.twitter.com/0cSKaoeONX
— Urmila Matondkar (@UrmilaMatondkar) December 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“Cyber crimes” is not something that women should take lightly..as I went to file FIR on my @instagram ac hacking met this dynamic DCP #cybercrime @MumbaiPolice Smt. Rashmi Karandikar who enlightened me lot more on the issue. Will surely be working on it in future. @MahaCyber1 pic.twitter.com/0cSKaoeONX
— Urmila Matondkar (@UrmilaMatondkar) December 16, 2020“Cyber crimes” is not something that women should take lightly..as I went to file FIR on my @instagram ac hacking met this dynamic DCP #cybercrime @MumbaiPolice Smt. Rashmi Karandikar who enlightened me lot more on the issue. Will surely be working on it in future. @MahaCyber1 pic.twitter.com/0cSKaoeONX
— Urmila Matondkar (@UrmilaMatondkar) December 16, 2020