ETV Bharat / sitara

হ্যাকড উর্মিলার ইনস্টাগ্রাম, উদ্ধার করল মুম্বই পুলিশ

author img

By

Published : Dec 17, 2020, 5:36 PM IST

অভিনেত্রী ও রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড । তবে মুম্বই পুলিশের তৎপরতায় একদিনের মধ্যে সমাধান হল পুরো বিষয়টার । ধন্যবাদ জানালেন উর্মিলা ।

Urmila Matondkar social media hacked
Urmila Matondkar social media hacked

মুম্বই : সোশাল মিডিয়ার দাপট যত বেড়েছে হ্যাকারদের দাপটও বেড়েছে তাল মিলিয়ে । সোশাল মিডিয়ার নিরাপত্তা যত কঠিন হয়েছে, হ্যাকাররাও শান দিয়েছে নিজেদের স্কিলে । তাই হ্যাকিংয়ের ঘটনা আজ খুবই প্রচলিত সত্যি । সম্প্রতি উর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে । তবে তৎপর মুম্বই পুলিশের সাহায্যে এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে উর্মিলা জানিয়েছেন যে, তিনি ফিরে এসেছেন ইনস্টাগ্রামে । লিখেছেন, "আমি আবার ফিরে এলাম । ইনস্টাগ্রাম আর মুম্বই পুলিশকে অনেক ধন্যবাদ আমার অ্যাকাউন্টটিকে উদ্ধার করার জন্য । তবে এখনও আমার কয়েকটি পোস্ট মিসিং ।"

গতকাল অর্থাৎ 16 ডিসেম্বর উর্মিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয় । টুইট করে খবরটি জানিয়েছিলেন তিনি । তাঁকে ইনস্টাগ্রামের পক্ষ থেকে করা একটি মেসেজে কয়েকটি স্টেপ ফলো করতে বলা হয় ।

এই স্টেপগুলো ফলো করলে উর্মিলার অ্যাকাউন্টটা ভেরিফাই করা যাবে, জানানো হয় সেই মেসেজে । উর্মিলা যেইমাত্র সেই স্টেপগুলো ফলো করেন, তখনই তাঁর অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যায় ।

উর্মিলা সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের সাইবার সেলে FIR দায়ের করেন । আর পুলিশ তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা নিয়ে উদ্ধার করে অভিনেত্রীর অ্যাকাউন্ট ।

মুম্বই : সোশাল মিডিয়ার দাপট যত বেড়েছে হ্যাকারদের দাপটও বেড়েছে তাল মিলিয়ে । সোশাল মিডিয়ার নিরাপত্তা যত কঠিন হয়েছে, হ্যাকাররাও শান দিয়েছে নিজেদের স্কিলে । তাই হ্যাকিংয়ের ঘটনা আজ খুবই প্রচলিত সত্যি । সম্প্রতি উর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে । তবে তৎপর মুম্বই পুলিশের সাহায্যে এই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী ।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে উর্মিলা জানিয়েছেন যে, তিনি ফিরে এসেছেন ইনস্টাগ্রামে । লিখেছেন, "আমি আবার ফিরে এলাম । ইনস্টাগ্রাম আর মুম্বই পুলিশকে অনেক ধন্যবাদ আমার অ্যাকাউন্টটিকে উদ্ধার করার জন্য । তবে এখনও আমার কয়েকটি পোস্ট মিসিং ।"

গতকাল অর্থাৎ 16 ডিসেম্বর উর্মিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয় । টুইট করে খবরটি জানিয়েছিলেন তিনি । তাঁকে ইনস্টাগ্রামের পক্ষ থেকে করা একটি মেসেজে কয়েকটি স্টেপ ফলো করতে বলা হয় ।

এই স্টেপগুলো ফলো করলে উর্মিলার অ্যাকাউন্টটা ভেরিফাই করা যাবে, জানানো হয় সেই মেসেজে । উর্মিলা যেইমাত্র সেই স্টেপগুলো ফলো করেন, তখনই তাঁর অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যায় ।

উর্মিলা সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের সাইবার সেলে FIR দায়ের করেন । আর পুলিশ তাড়াতাড়ি উপযুক্ত ব্যবস্থা নিয়ে উদ্ধার করে অভিনেত্রীর অ্যাকাউন্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.