মুম্বই : ইরফান খানের চলে যাওয়াটা খুব গ্রেসফুলি মেনে নিয়েছে তাঁর পরিবার । স্ত্রী সুতপা আর দুই ছেলে বাবিল আর আয়ান কিছুই হারাননি, বরং ইরফানের রেখে যাওয়া স্মৃতিই তাঁদের সম্বল, সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন সুতপা । প্রতিদিন ইরফানের কোনও না কোনও ভিডিয়ো বা ছবি শেয়ার করে তাঁরা বুঝিয়ে দিচ্ছেন, ইরফান সবসময়েই তাঁদের সঙ্গে রয়েছেন ।
সম্প্রতি বাবিল সোশাল মিডিয়ায় ইরফানের কয়েকটি না-দেখা ছবি শেয়ার করেছেন । ন্যাশনাল স্কুল অফ ড্রামায় তাঁর করা নাটকের কিছু মুহূর্ত । রোগা ছিপছিপে ইরফানের চোখে মুখে তখনই এক দক্ষ অভিনেতার ছাপ ।
ক্যাপশনে বাবিল লিখেছেন, "NSD" অর্থাৎ ন্যাশনাল স্কুল অফ ড্রামা । দেখে নিন..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
NSD ইরফানের জীবনে একটা অধ্য়ায় । এখান থেকেই সিনেমার প্রেমে পড়া, এখান থেকেই সুতপার প্রেমে পড়া । এক নতুন জীবনের শুরু এখান থেকেই ।
প্রিয় অভিনেতাকে তাঁর স্বপ্নপূরণের দিনগুলোতে দেখে খুশি নেটিজেনরা, সঙ্গে একটু ভারাক্রান্তও..