ETV Bharat / sitara

কনটেন্ট চুরির অভিযোগ 'বালা'-র বিরুদ্ধে, কোর্টের দ্বারস্থ দুই পরিচালক - Bala Ayushmann Khurrana

আয়ুষ্মান খুরানা অভিনীত 'বালা'-র বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন দুই পরিচালক কমলকান্ত চন্দ্র ও নমন গয়াল।

Bala latest news
author img

By

Published : Nov 6, 2019, 2:52 PM IST

মুম্বই : একই বিষয় নিয়ে হিন্দি-বাংলা মিলিয়ে তিনটি ছবি তৈরি হচ্ছে। আয়ুষ্মান খুরানার 'বালা', সানি সিং অভিনীত 'উজড়া চমন' ও বাংলা ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'টেকো'। ছবি তিনটে মুক্তি পাচ্ছে প্রায় একই সময়ে। ফলে স্বাভাবিকভাবেই কে কার দ্বারা অনুপ্রাণিত সেই বিষয়ে একটা গোলমাল চলছেই অনেকদিন থেকে। তার সঙ্গে যুক্ত হল আরও একটি সমস্যা। 'বালা'-র নির্মাতাদের বিরুদ্ধে কনটেন্ট চুরির অভিযোগ নিয়ে কোর্টের দ্বারস্থ দুই পরিচালক কমলকান্ত চন্দ্র ও নমন গয়াল।

কমলকান্ত বোম্বে হাইকোর্ট ও তারপর সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে নমন অভিযোগ দায়ের করেছেন জয়পুর ডিস্ট্রিক্ট কোর্টে। সুপ্রীম কোর্ট, বোম্বে হাইকোর্টকে আদেশ দিয়েছে যে, 8 তারিখের মধ্যে ব্য়াপারটার সমাধান করতে। কারণ 8 তারিখেই মুক্তি 'বালা'-র।

Bala latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

অন্যদিকে জয়পুর ডিস্ট্রিক্ট কোর্ট শমন জারি করেছে ছবির নির্মাতাদের উদ্দেশে। আজ তাদের কোর্টে উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়েছে।

কমলকান্তের অভিযোগ যে, 'বরেলি কি বরফি'-র শুটিং চলাকালীন আয়ুষ্মানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপর 2017 সালের সেপ্টেম্বর মাসে হোয়াটস্যাপের মাধ্যমে এই ছবির কনসেপ্ট অভিনেতার সঙ্গে শেয়ার করেন তিনি। কিন্তু সেই সময়ে টাক মাথা নিয়ে কোনও কাজ করবেন না বলে জানানা আয়ুষ্মান, অভিযোগ কমলকান্তের।

Bala latest news
বালা-র পোস্টার

অন্যদিকে নমনের অভিযোগ যে তাঁর অ্যাওয়ার্ড উইনিং শর্টফিল্ম 'দ্য বিগিনিং টু গেট বল্ড'-এর থেকে বেশ কিছু দৃশ্য চুরি করে নেওয়া হয়েছে 'বালা' ছবিতে।

PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর।

মুম্বই : একই বিষয় নিয়ে হিন্দি-বাংলা মিলিয়ে তিনটি ছবি তৈরি হচ্ছে। আয়ুষ্মান খুরানার 'বালা', সানি সিং অভিনীত 'উজড়া চমন' ও বাংলা ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'টেকো'। ছবি তিনটে মুক্তি পাচ্ছে প্রায় একই সময়ে। ফলে স্বাভাবিকভাবেই কে কার দ্বারা অনুপ্রাণিত সেই বিষয়ে একটা গোলমাল চলছেই অনেকদিন থেকে। তার সঙ্গে যুক্ত হল আরও একটি সমস্যা। 'বালা'-র নির্মাতাদের বিরুদ্ধে কনটেন্ট চুরির অভিযোগ নিয়ে কোর্টের দ্বারস্থ দুই পরিচালক কমলকান্ত চন্দ্র ও নমন গয়াল।

কমলকান্ত বোম্বে হাইকোর্ট ও তারপর সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে নমন অভিযোগ দায়ের করেছেন জয়পুর ডিস্ট্রিক্ট কোর্টে। সুপ্রীম কোর্ট, বোম্বে হাইকোর্টকে আদেশ দিয়েছে যে, 8 তারিখের মধ্যে ব্য়াপারটার সমাধান করতে। কারণ 8 তারিখেই মুক্তি 'বালা'-র।

Bala latest news
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

অন্যদিকে জয়পুর ডিস্ট্রিক্ট কোর্ট শমন জারি করেছে ছবির নির্মাতাদের উদ্দেশে। আজ তাদের কোর্টে উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়েছে।

কমলকান্তের অভিযোগ যে, 'বরেলি কি বরফি'-র শুটিং চলাকালীন আয়ুষ্মানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপর 2017 সালের সেপ্টেম্বর মাসে হোয়াটস্যাপের মাধ্যমে এই ছবির কনসেপ্ট অভিনেতার সঙ্গে শেয়ার করেন তিনি। কিন্তু সেই সময়ে টাক মাথা নিয়ে কোনও কাজ করবেন না বলে জানানা আয়ুষ্মান, অভিযোগ কমলকান্তের।

Bala latest news
বালা-র পোস্টার

অন্যদিকে নমনের অভিযোগ যে তাঁর অ্যাওয়ার্ড উইনিং শর্টফিল্ম 'দ্য বিগিনিং টু গেট বল্ড'-এর থেকে বেশ কিছু দৃশ্য চুরি করে নেওয়া হয়েছে 'বালা' ছবিতে।

PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Intro:Body:

কনটেন্ট চুরির অভিযোগ 'বালা'-র বিরুদ্ধে



আয়ুষ্মান খুরানা অভিনীত 'বালা'-র বিরুদ্ধে চুরির অভিযোগ আনলেন দুই পরিচালক কমলকান্ত চন্দ্র ও নমন গয়াল।



মুম্বই : একই বিষয় নিয়ে হিন্দি-বাংলা মিলিয়ে তিনটি ছবি তৈরি হচ্ছে। আয়ুষ্মান খুরানার 'বালা', সানি সিং অভিনীত 'উজড়া চমন' ও বাংলা ঋত্বিক চক্রবর্তী অভিনীত 'টেকো'। ছবি তিনটে মুক্তি পাচ্ছে প্রায় একই সময়ে। ফলে স্বাভাবিকভাবেই কে কার দ্বারা অনুপ্রাণিত সেই বিষয়ে একটা গোলমাল চলছেই অনেকদিন থেকে। তার সঙ্গে যুক্ত হল আরও একটি সমস্যা। 'বালা'-র নির্মাতাদের বিরুদ্ধে কনটেন্ট চুরির অভিযোগ নিয়ে কোর্টের দ্বারস্থ দুই পরিচালক কমলকান্ত চন্দ্র ও নমন গয়াল।



কমলকান্ত বোম্বে হাইকোর্ট ও তারপর সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে নমন অভিযোগ দায়ের করেছেন জয়পুর ডিস্ট্রিক্ট কোর্টে। সুপ্রীম কোর্ট, বোম্বে হাইকোর্টকে আদেশ দিয়েছে যে, 8 তারিখের মধ্যে ব্য়াপারটার সমাধান করতে। কারণ 8 তারিখেই মুক্তি 'বালা'-র।



অন্যদিকে জয়পুর ডিস্ট্রিক্ট কোর্ট শমন জারি করেছে ছবির নির্মাতাদের উদ্দেশে। আজ তাদের কোর্টে উপস্থিত থাকার আদেশ দেওয়া হয়েছে।



কমলকান্তের অভিযোগ যে, 'বরেলি কি বরফি'-র শুটিং চলাকালীন আয়ুষ্মানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপর 2017 সালের সেপ্টেম্বর মাসে হোয়াটস্যাপের মাধ্যমে এই ছবির কনসেপ্ট অভিনেতার সঙ্গে শেয়ার করেন তিনি।



অন্যদিকে নমনের অভিযোগ যে তাঁর অ্যাওয়ার্ড উইনিং শর্টফিল্ম 'দ্য বিগিনিং টু গেট বল্ড'-এর থেকে বেশ কিছু দৃশ্য চুরি করে নেওয়া হয়েছে 'বালা' ছবিতে।



PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.