ETV Bharat / sitara

অনুরাগকে টেরোরিস্ট তকমা থেকে বাঁচাতে পাশে দাঁড়ালেন ফ্যানেরা

অনুরাগ কাশ্যপকে টেরোরিস্ট তকমা দিতে উঠে পড়ে লেগেছিলেন একদল নেটিজেন । তাদের বিরুদ্ধে দাঁড়ালেন অনুরাগের ফ্যানেরা । একের পর এক ট্রেন্ড শুরু হয়েছে টুইটারের পাতায় ।

author img

By

Published : Jan 7, 2020, 7:23 PM IST

Anurag Kashyap Terrorist
Anurag Kashyap Terrorist

মুম্বই : CAA, NRC বা সদ্য হওয়া JNU হামলা নিয়ে বরাবর সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ । সরকারের বিরুদ্ধে গলা চড়াতে একটুও পিছপা হননি তিনি । তাই তাঁকে টেরোরিস্ট তকমা দিতে উঠে পড়ে লেগেছিলেন নেটিজেনদের একাংশ । পাশে দাঁড়ালেন অনুরাগের ফ্যানেরা ।

সকাল থেকে তাই টুইটারে পালটা ট্রেন্ড শুরু হল #IStandwithAnuragKashyap নামে । অর্থাৎ "অনুরাগ, আমি তোমার পাশে আছি" । মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় অন্যান্য অনেক সেলেব্রিটির সঙ্গে উপস্থিত ছিলেন অনুরাগ । সেই ছবি পোস্ট করে এক ইউজ়ার লেখেন যে, "এঁরাই বলিউডের প্রকৃত হিরো । তথাকথিত অভিনেতাদের থেকে অনেক বেশি গাটস রয়েছে এঁদের ।"

Anurag Kashyap Terrorist
.

কেউ আবার লিখেছেন, "বলিউড সেলেব্রিটিদের তরফ থেকে এটাই প্রথম উদ্যোগ । আমরা আপনার সাহসের কদর করি স্যার ।"

নিন্দুকের মতে প্রতিবাদ মিছিলে থাকার জন্য টাকা পাচ্ছেন অনুরাগ । এক ইউজ়ার লিখেছেন, "উনি একজন বোকা, যিনি নিজেকে ভগবান মনে করেন । এইসব প্রতিবাদে থাকার জন্য টাকা পান উনি (11 লাখ টাকা ও সমাজবাদী পার্টিকে প্রোমোট করার জন্য 50 হাজার টাকা করে প্রতি মাসে ) ।"

যদিও এরকম প্রমাণহীন অভিযোগ কেউ বিশ্বাস করেনি । উলটে সবাই আরও বেশি করে দাঁড়িয়েছে অনুরাগের পাশে ।

মুম্বই : CAA, NRC বা সদ্য হওয়া JNU হামলা নিয়ে বরাবর সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ । সরকারের বিরুদ্ধে গলা চড়াতে একটুও পিছপা হননি তিনি । তাই তাঁকে টেরোরিস্ট তকমা দিতে উঠে পড়ে লেগেছিলেন নেটিজেনদের একাংশ । পাশে দাঁড়ালেন অনুরাগের ফ্যানেরা ।

সকাল থেকে তাই টুইটারে পালটা ট্রেন্ড শুরু হল #IStandwithAnuragKashyap নামে । অর্থাৎ "অনুরাগ, আমি তোমার পাশে আছি" । মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় অন্যান্য অনেক সেলেব্রিটির সঙ্গে উপস্থিত ছিলেন অনুরাগ । সেই ছবি পোস্ট করে এক ইউজ়ার লেখেন যে, "এঁরাই বলিউডের প্রকৃত হিরো । তথাকথিত অভিনেতাদের থেকে অনেক বেশি গাটস রয়েছে এঁদের ।"

Anurag Kashyap Terrorist
.

কেউ আবার লিখেছেন, "বলিউড সেলেব্রিটিদের তরফ থেকে এটাই প্রথম উদ্যোগ । আমরা আপনার সাহসের কদর করি স্যার ।"

নিন্দুকের মতে প্রতিবাদ মিছিলে থাকার জন্য টাকা পাচ্ছেন অনুরাগ । এক ইউজ়ার লিখেছেন, "উনি একজন বোকা, যিনি নিজেকে ভগবান মনে করেন । এইসব প্রতিবাদে থাকার জন্য টাকা পান উনি (11 লাখ টাকা ও সমাজবাদী পার্টিকে প্রোমোট করার জন্য 50 হাজার টাকা করে প্রতি মাসে ) ।"

যদিও এরকম প্রমাণহীন অভিযোগ কেউ বিশ্বাস করেনি । উলটে সবাই আরও বেশি করে দাঁড়িয়েছে অনুরাগের পাশে ।

Intro:Body:

অনুরাগকে টেরোরিস্ট তকমা থেকে বাঁচাতে পাশে দাঁড়ালেন ফ্যানেরা



অনুরাগ কাশ্যপকে টেরোরিস্ট তকমা দিতে উঠে পড়ে লেগেছিলেন একদল নেটিজেন । তাদের বিরুদ্ধে দাঁড়ালেন অনুরাগের ফ্যানেরা । একের পর এক ট্রেন্ড শুরু হয়েছে টুইটারের পাতায় ।



মুম্বই : CAA, NRC বা সদ্য হওয়া JNU হামলা নিয়ে বরাবর সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ । সরকারের বিরুদ্ধে গলা চড়াতে একটুও পিছপা হননি তিনি । তাই তাঁকে টেরোরিস্ট তকমা দিতে উঠে পড়ে লেগেছিলেন নেটিজেনদের একাংশ । পাশে দাঁড়ালেন অনুরাগের ফ্যানেরা ।



সকাল থেকে তাই টুইটারে পালটা ট্রেন্ড শুরু হল #IStandwithAnuragKashyap নামে । অর্থাৎ "অনুরাগ, আমি তোমার পাশে আছি" । মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় অন্যান্য অনেক সেলেব্রিটির সঙ্গে উপস্থিত ছিলেন অনুরাগ । সেই ছবি পোস্ট করে এক ইউজ়ার লেখেন যে, "এঁরাই বলিউডের প্রকৃত হিরো । তথাকথিত অভিনেতাদের থেকে অনেক বেশি গাটস রয়েছে এঁদের ।"



কেউ আবার লিখেছেন, "বলিউড সেলেব্রিটিদের তরফ থেকে এটাই প্রথম উদ্যোগ । আমরা আপনার সাহসের কদর করি স্যার ।"



নিন্দুকের মতে প্রতিবাদ মিছিলে থাকার জন্য টাকা পাচ্ছেন অনুরাগ । এক ইউজ়ার লিখেছেন, "উনি একজন বোকা, যিনি নিজেকে ভগবান মনে করেন । এইসব প্রতিবাদে থাকার জন্য টাকা পান উনি (11 লাখ টাকা ও সমাজবাদী পার্টিকে প্রোমোট করার জন্য 50 হাজার টাকা করে প্রতি মাসে ) ।"



যদিও এরকম প্রমাণহীন অভিযোগ কেউ বিশ্বাস করেনি । উলটে সবাই আরও বেশি করে দাঁড়িয়েছে অনুরাগের পাশে ।   






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.