মুম্বই : ভারতে সিনেমা হলগুলো বন্ধ । তাই এখানে এখনও কোনও ছবির থিয়েট্রিকল রিলিজ় হচ্ছে না । সম্প্রতি স্বামী অক্ষয় কুমারের সঙ্গে স্কটল্যান্ড পাড়ি দিয়েছেন টুইঙ্কল খান্না । সেখানেই এক ফাঁকে থিয়েটারে গিয়ে তিনি দেখে নিলেন মায়ের ছবি 'টেনেট' । সঙ্গী স্বয়ং ডিম্পল ।
ছবিতে মায়ের অভিনয় দেখে মুগ্ধ টুইঙ্কল । সোশাল মিডিয়ায় ডিম্পলের তারিফ না করে পারেননি টুইঙ্কল ।
মায়ের উদ্দেশে ছোট্ট মেসেজে অভিনেত্রী-লেখিটা টুইঙ্কল লিখেছেন, "ফাইনালি থিয়েটারে গিয়ে 'টেনেট' দেখলাম । আমার মা এমনই মানুষ যে, নিজের কাজ নিয়ে বিন্দুমাত্র পাবলিসিটি চান না । মায়ের চরিত্রটি এক কথায় অসাধারণ ।"
এতদিন পর থিয়েটারে গিয়ে সিনেমা দেখা, তাও আবার মায়ের সঙ্গে মায়েরই ছবি । দারুণ খুশি টুইঙ্কল । দেখে নিন তাঁর পোস্ট...