ETV Bharat / sitara

বাড়িতেই মেকআপ আর্টিস্ট পেয়ে গেলেন টুইঙ্কল - nitra

টুইঙ্কলকে মেকআপ করে দিলেন তাঁর মেয়ে নিত্রা । ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন টুইঙ্কল নিজেই ।

sdf
df
author img

By

Published : May 14, 2020, 3:35 PM IST

মুম্বই : লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন টুইঙ্কল খান্না । আর তার মধ্যেই মেকআপ করলেন তিনি । সৌজন্যে তাঁর 7 বছরের মেয়ে নিত্রা ।

লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাদ যাননি টুইঙ্কলও । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । আর ফাঁক পেলেই লেখালেখি করছেন । এদিকে স্কুল বন্ধ থাকায় এখন বাড়িতেই রয়েছে তাঁর মেয়ে । তাই মেয়ের সঙ্গেও সময় কাটাতে হচ্ছে তাঁকে । আর সেই কারণে মেয়ের মন রাখতে এবার মেকআপ করতে বাধ্য হলেন টুইঙ্কল ।

তবে সেটা কোনও ফোটোশুটের জন্য নয় । আসলে নিত্রাই মেকআপ করে দিয়েছে তাঁকে । পরে আবার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন টুইঙ্কল ।

ছবির ক্যাপশনে লেখেন, "আমার মেয়ে মেকআপ করে দিয়েছে ।"

দেখুন সেই পোস্ট...

তবে এটাই প্রথম নয় । এর আগে প্রিয়াঙ্কা চোপড়াকে মেকআপ করে দিয়েছিল তাঁর বোনঝি কৃষ্ণা । মাথায় মুকুট পরিয়ে তাঁকে মেকআপ করে দেয় সে । পরে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা ।

মুম্বই : লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন টুইঙ্কল খান্না । আর তার মধ্যেই মেকআপ করলেন তিনি । সৌজন্যে তাঁর 7 বছরের মেয়ে নিত্রা ।

লকডাউনের মধ্যে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাদ যাননি টুইঙ্কলও । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । আর ফাঁক পেলেই লেখালেখি করছেন । এদিকে স্কুল বন্ধ থাকায় এখন বাড়িতেই রয়েছে তাঁর মেয়ে । তাই মেয়ের সঙ্গেও সময় কাটাতে হচ্ছে তাঁকে । আর সেই কারণে মেয়ের মন রাখতে এবার মেকআপ করতে বাধ্য হলেন টুইঙ্কল ।

তবে সেটা কোনও ফোটোশুটের জন্য নয় । আসলে নিত্রাই মেকআপ করে দিয়েছে তাঁকে । পরে আবার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন টুইঙ্কল ।

ছবির ক্যাপশনে লেখেন, "আমার মেয়ে মেকআপ করে দিয়েছে ।"

দেখুন সেই পোস্ট...

তবে এটাই প্রথম নয় । এর আগে প্রিয়াঙ্কা চোপড়াকে মেকআপ করে দিয়েছিল তাঁর বোনঝি কৃষ্ণা । মাথায় মুকুট পরিয়ে তাঁকে মেকআপ করে দেয় সে । পরে সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.