মুম্বই : 26 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'বাঘি 3'-এর 'ডু ইউ লাভ মি' গানটা । তবে সেই গানটি ব্রিটিশ ইলেকট্রনিক রেকর্ড প্রোডিউসর ট্রয়বইয়ের 'ডু ইউ' গানটি থেকে পুরো টোকা, বলে অভিযোগ স্বয়ং ট্রয়ের ।
ট্রয় তাঁর ইনস্টাস্টোরিতে লিখেছেন, "কি আশ্চর্য না ! আমার লেটেস্ট গানটা আমি ভারতকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করেছিলাম, আর তারপরে এরকম হল ?" এছাড়াও একাধিক স্টোরির মাধ্যমে ট্রয় বুঝিয়ে দিয়েছেন যে, 'বাঘি 3'-এর নির্মাতাদের থেকে তিনি একটা বড়সড় অঙ্কের চেক প্রত্যাশা করেন ।
অন্যদিকে, 'বাঘি 3'-এর নির্মাতাদের দাবি যে, 'ডু ইউ লাভ মি' এক লেবেনিজ় কম্পোজ়ার ও সংরাইটার রেনে বেন্দালির লেখা গানের লাইসেন্স প্রাপ্ত নতুন ভার্সন ।
আহমেদ খানের পরিচালনায় আসছে 'বাঘি 3' । ছবিতে মুখ্য় ভূমিকায় রয়েছেন টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর, এবং একটি ডান্স নাম্বারে দেখা যাবে দিশা পাটানিকে । এছাড়াও অন্যতম মুখ্য ভূমিকায় রয়েছেন রীতেশ দেশমুখ ।
ট্রয়বইয়ের 'ডু ইউ' গানটির সঙ্গে সত্যিই অসম্ভব মিল খুঁজে পাওয়া যাচ্ছে 'ডু ইউ লাভ মি'-র । দেখে নিন দু'টো গান ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
- " class="align-text-top noRightClick twitterSection" data="">