ETV Bharat / sitara

গ্যাংস্টার বিকাশ দুবেকে নিয়ে ওয়েব সিরিজ়, মুক্তি পেল ট্রেলার - বিকাশ দুবের ওয়েব সিরিজ়

এখনকার ওয়েব সিরিজ় বা ফিল্মে আন্ডারওয়ার্ল্ড সহ সমাজের অন্যান্য অন্ধকার গলিগুলোকেই প্রাধান্য দেওয়া হয় । প্রেম, বিয়ে, সাংসারিক দ্বন্দ্বর থেকে দর্শকের কাছে এখন এগুলোই বেশি মুখরোচক । তাই গ্যাংস্টার বিকাশ দুবেকে নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ় । মুক্তি পেল ট্রেলার ।

Vikas Dubey web series
Vikas Dubey web series
author img

By

Published : Aug 21, 2020, 4:20 PM IST

মুম্বই : বিকাশ দুবের জীবন ও তার মৃত্যু একটি সিনেমার বিষয়বস্তু বটে । তাই তার এনকাউন্টার হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ সিং গাহারওয়ার বিকাশের জীবন নিয়ে ওয়েব সিরিজ় তৈরি করার পরিকল্পনা করে ফেলেন । সিরিজ়ের নাম 'প্রকাশ দুবে কানপুরওয়ালা', মুক্তি পেল সিরিজ়ের ট্রেলার ।

প্রমোদ বিক্রম সিং অভিনীত এই ছবিতে দেখানো হয়েছে যে, বিকাশের মৃত্যু কোনও এনকাউন্টার নয় । ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে । কানপুরের বিকাশের সঙ্গে অদ্ভুত মিল সেলুলয়েডের 'প্রকাশ দুবে'-র ।

Vikas Dubey web series
.

শুধু বিকাশ নয়, আর এক গ্যাংস্টার অমর দুবের কথাও বলা হয়েছে এই সিরিজ়ে । পরদায় তার নাম দেওয়া হয়েছে সমর । তাকেও বিকাশের সঙ্গে একইভাবে 'খুন' করা হয় বলে দেখানো হয়েছে এই সিরিজ়ে ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : বিকাশ দুবের জীবন ও তার মৃত্যু একটি সিনেমার বিষয়বস্তু বটে । তাই তার এনকাউন্টার হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ সিং গাহারওয়ার বিকাশের জীবন নিয়ে ওয়েব সিরিজ় তৈরি করার পরিকল্পনা করে ফেলেন । সিরিজ়ের নাম 'প্রকাশ দুবে কানপুরওয়ালা', মুক্তি পেল সিরিজ়ের ট্রেলার ।

প্রমোদ বিক্রম সিং অভিনীত এই ছবিতে দেখানো হয়েছে যে, বিকাশের মৃত্যু কোনও এনকাউন্টার নয় । ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে । কানপুরের বিকাশের সঙ্গে অদ্ভুত মিল সেলুলয়েডের 'প্রকাশ দুবে'-র ।

Vikas Dubey web series
.

শুধু বিকাশ নয়, আর এক গ্যাংস্টার অমর দুবের কথাও বলা হয়েছে এই সিরিজ়ে । পরদায় তার নাম দেওয়া হয়েছে সমর । তাকেও বিকাশের সঙ্গে একইভাবে 'খুন' করা হয় বলে দেখানো হয়েছে এই সিরিজ়ে ।

দেখে নিন ট্রেলার...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.