ETV Bharat / sitara

শরণার্থী শিবিরের বাচ্চাদের মূল স্রোতে ফিরার গল্প বলবে 'তোরবাজ়' - Sanjay Cricket player

মুক্তি পেল সঞ্জয় দত্ত অভিনীত 'তোরবাজ়'-এর ট্রেলার । এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে নার্গিস ফাকরিকে । 11 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ।

asd
sd
author img

By

Published : Nov 22, 2020, 8:16 AM IST

Updated : Nov 22, 2020, 8:30 AM IST

মুম্বই : মুক্তি পেল 'তোরবাজ়'-এর ট্রেলার । গোটা ট্রেলার জুড়ে রয়েছেন সঞ্জয় দত্ত । ছবিতে একজন প্রাক্তন সেনা চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

একটি দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছিলেন ওই চিকিৎসক । তাই প্রিয়জনদের হারানোর কষ্টটা ভালোই বোঝেন তিনি । আর কেউ যাতে প্রিয়জনকে না হারায় তার জন্য লড়াই শুরু করেন । সেই মতো শরণার্থী শিবিরের বাচ্চাদের ক্রিকেট খেলা শেখাবেন বলে ঠিক করেন । কিন্তু, সেই ইচ্ছে পূরণ করতে গিয়ে একাধিক প্রতিকূলতার মুখোমুখি হন তিনি । তাতেও নিজের লক্ষ্যে অবিচল থাকেন ।

এদিকে সন্ত্রাসবাদীদের প্রধান শরণার্থী শিবিরের বাচ্চাদের মানববোমা হিসেবে ব্যবহার করতে চায় । তার বিরুদ্ধে লড়াই শুরু করেন ওই চিকিৎসক । মানববোমা নয়, সেই বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান তিনি । আর তার জন্য হাতিয়ার হিসেবে বেছে নেন ক্রিকেটকে । ওই বাচ্চাদের হাতে ব্যাটের পরিবর্তে যাতে বন্দুক ধরিয়ে দেওয়া না হয় তার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যান তিনি । আর সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে । তার কিছু অংশের ঝলক ধরা পড়ল ট্রেলারে ।

ছবিতে সঞ্জয় দত্ত ছাড়াও দেখা যাবে রাহুল দেব, নার্গিস ফাকরি সহ আরও অনেককে । পরিচালনা করেছেন গিরিশ মালিক । 11 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির শুটিং হয়েছিল অনেকদিন আগেই । কিন্তু, পোস্ট প্রোডাকশনের কাজের জন্যই এতদিন পর মুক্তি পেতে চলেছে এই ছবি । এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক বলেন, "ছবিতে VFX-এর অনেক কাজ রয়েছে । স্পেশাল এফেক্টের মাধ্যমে আমরা পুরো কাবুল শহরটাকে তুলে ধরেছি । সেই কারণেই এতটা সময় লেগে গিয়েছে ।"

ট্রেলারটি ইনস্টাগ্রামে শেয়ার করেন সঞ্জয় । তার ক্যাপশনে তিনি লেখেন, "যখনই ভালো মানুষরা কিছু করেন না, তখনই খারাপদের জিত হয় ।"

মুম্বই : মুক্তি পেল 'তোরবাজ়'-এর ট্রেলার । গোটা ট্রেলার জুড়ে রয়েছেন সঞ্জয় দত্ত । ছবিতে একজন প্রাক্তন সেনা চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

একটি দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছিলেন ওই চিকিৎসক । তাই প্রিয়জনদের হারানোর কষ্টটা ভালোই বোঝেন তিনি । আর কেউ যাতে প্রিয়জনকে না হারায় তার জন্য লড়াই শুরু করেন । সেই মতো শরণার্থী শিবিরের বাচ্চাদের ক্রিকেট খেলা শেখাবেন বলে ঠিক করেন । কিন্তু, সেই ইচ্ছে পূরণ করতে গিয়ে একাধিক প্রতিকূলতার মুখোমুখি হন তিনি । তাতেও নিজের লক্ষ্যে অবিচল থাকেন ।

এদিকে সন্ত্রাসবাদীদের প্রধান শরণার্থী শিবিরের বাচ্চাদের মানববোমা হিসেবে ব্যবহার করতে চায় । তার বিরুদ্ধে লড়াই শুরু করেন ওই চিকিৎসক । মানববোমা নয়, সেই বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান তিনি । আর তার জন্য হাতিয়ার হিসেবে বেছে নেন ক্রিকেটকে । ওই বাচ্চাদের হাতে ব্যাটের পরিবর্তে যাতে বন্দুক ধরিয়ে দেওয়া না হয় তার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যান তিনি । আর সেই গল্পই তুলে ধরা হবে ছবিতে । তার কিছু অংশের ঝলক ধরা পড়ল ট্রেলারে ।

ছবিতে সঞ্জয় দত্ত ছাড়াও দেখা যাবে রাহুল দেব, নার্গিস ফাকরি সহ আরও অনেককে । পরিচালনা করেছেন গিরিশ মালিক । 11 ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির শুটিং হয়েছিল অনেকদিন আগেই । কিন্তু, পোস্ট প্রোডাকশনের কাজের জন্যই এতদিন পর মুক্তি পেতে চলেছে এই ছবি । এ প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক বলেন, "ছবিতে VFX-এর অনেক কাজ রয়েছে । স্পেশাল এফেক্টের মাধ্যমে আমরা পুরো কাবুল শহরটাকে তুলে ধরেছি । সেই কারণেই এতটা সময় লেগে গিয়েছে ।"

ট্রেলারটি ইনস্টাগ্রামে শেয়ার করেন সঞ্জয় । তার ক্যাপশনে তিনি লেখেন, "যখনই ভালো মানুষরা কিছু করেন না, তখনই খারাপদের জিত হয় ।"

Last Updated : Nov 22, 2020, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.