মুম্বই : সিংগল-ইউজ় প্লাস্টিক বন্ধের জন্য প্রচেষ্টা চালিয়েছে 'কুলি নং ১' টিম । বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি সেই বিষয়েই কথা বললেন ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে সিংগল-ইউজ় প্লাস্টিক নিষিদ্ধ করার উদ্যোগ নিয়ে কথা বললেন অভিনেতা । এই মিশনকে সমর্থন করতে ভক্তদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।
বরুণ বলেন, "আমি মনে করি, প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত একটি দুর্দান্ত উদ্যোগ এটি ।" তাঁর ছবির টিমের প্রশংসা করায় মোদিকে ধন্যবাদও জানান বরুণ । বলেন, "টিমের প্রচেষ্টাকে স্বীকার করায় আমাদের সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ ।"
32 বছর বয়সী এই তারকা পরিবেশগত সমস্যার দিকে সকলের মনোযোগ আকর্ষণ করেছেন ও উদ্বেগ প্রকাশ করেছে । এই সমস্যা ধীরে ধীরে অবিচ্ছিন্নভাবে গ্রহটির অপরিবর্তনীয় ক্ষতি ঘটাচ্ছে ।
তিনি বলেন, "আমি মনে করি, প্রত্যেকের এই দায়িত্ব নেওয়া উচিত । আমরা যদি বিশ্ব উষ্ণায়ন বন্ধ করতে চাই, যদি আমাদের পরিবেশ বাঁচাতে চাই ও পৃথিবীকে বাঁচাতে চাই তবে আমাদের এই ছোটো পদক্ষেপ নিতে হবে ।"
ছবির টিমের নেওয়া ছোটো পদক্ষেপের কথা বলতে গিয়ে তিনি বলেন, "কুলি নং ১-র টিমের এটি একটি খুবই ছোটো প্রচেষ্টা । স্ট্রিট ডান্সার টিমও একটি ভিন্ন উদ্যোগে কাজ করছে । যে ছবিই করি না কেন, তার সঙ্গে কিছু উদ্যোগকে আমি সামনে আনতে চাই । যাতে এই ছোটো পদক্ষেপগুলি গ্রহণ করে আমরা পরিবেশের প্রতি অবদান রাখতে সক্ষম হই ।"
'কুলি নং ১'-র টিম সিংগল-ইউজ় প্লাস্টিক ব্যবহার বন্ধ করায় পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী তাঁদের প্রশংসা করেন । তিনি জানান, ফিল্ম ইন্ডাস্ট্রির সিংগল-ইউজ় প্লাস্টিক থেকে ভারতকে মুক্ত করার জন্য অবদান দেখে তিনি "খুশি" ।
ছবির সেটের একটি ছবি শেয়ার করে বরুণ লেখেন, "কুলি নং ১-র সেটে শুধু স্টিলের বোতল ব্যবহার করা হবে ।"