ETV Bharat / sitara

ভারত খুব একটা নিয়মনিষ্ঠ দেশ নয় : তিসকা - তিসকা চোপড়ার খবর

দু'মাস লকডাউন থাকার পর 8 জুন থেকে দেশ জুড়ে খুলে গেছে সবকিছু, অফিস থেকে শুরু করে দোকানপাট । আর এই সময়টাই আমাদের পরীক্ষা দেওয়ার সময়, মনে করছেন অভিনেত্রী তিসকা চোপড়া । তাঁর মতে, দেশ হিসেবে ভারতবর্ষ খুব একটা নিয়মনিষ্ঠ নয়, তাই সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজন এই সময়ে ।

tisca chopra wearing mask
tisca chopra wearing mask
author img

By

Published : Jun 9, 2020, 7:07 AM IST

মুম্বই : লকডাউন উঠে যাওয়ার পরের সময়টা খুব গুরুত্বপূর্ণ । সাবধানতা অবলম্বন না করলে কোরোনার প্রকোপ বাড়বে বৈ কমবে না । আর দেশ হিসেবে ভারতবর্ষ খুব একটা নিয়মনিষ্ঠ নয়, আশঙ্কিত তিসকা চোপড়া ।

মাস্ক পরা একটি ছবি শেয়ার করেছেন তিসকা । এলিভেটরে চেপে কোথাও বেরোচ্ছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "দেশ হিসেবে ভারত খুব একটা নিয়মনিষ্ঠ নয় । আবার একইসঙ্গে আধ্যাত্মিকতা নিয়ে আমাদের এক জোরালো ইতিহাসও রয়েছে, যেখানে নিষ্ঠা আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে । আর এই সময়টাতে সেই নিয়মনিষ্ঠাকেই চূড়ান্ত ভাবে অভ্যেস করতে হবে আমাদের । এটাই পরীক্ষা দেওয়ার সময় ।"

এই সময়টা জুহু বিচে ঘোরা বা শপিং মলে কেনাকাটা করার সময় নয়, মনে করছেন তিসকা । হাসপাতালের বেড ফুল, ডাক্তাররা ক্লান্ত, আম্বুলেন্স আসতে 12 থেকে 24 ঘণ্টা সময় লাগছে, এমন এক কঠিন সময় বাড়িতে থাকাই শ্রেয় বলে মনে করছেন তিসকা ।

লকডাউন উঠে গেলেও অতিমারীর যে অবসান হয়নি, সেটা মনে করিয়ে দিলেন অভিনেত্রী । দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : লকডাউন উঠে যাওয়ার পরের সময়টা খুব গুরুত্বপূর্ণ । সাবধানতা অবলম্বন না করলে কোরোনার প্রকোপ বাড়বে বৈ কমবে না । আর দেশ হিসেবে ভারতবর্ষ খুব একটা নিয়মনিষ্ঠ নয়, আশঙ্কিত তিসকা চোপড়া ।

মাস্ক পরা একটি ছবি শেয়ার করেছেন তিসকা । এলিভেটরে চেপে কোথাও বেরোচ্ছেন তিনি । ক্যাপশনে লিখেছেন, "দেশ হিসেবে ভারত খুব একটা নিয়মনিষ্ঠ নয় । আবার একইসঙ্গে আধ্যাত্মিকতা নিয়ে আমাদের এক জোরালো ইতিহাসও রয়েছে, যেখানে নিষ্ঠা আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে । আর এই সময়টাতে সেই নিয়মনিষ্ঠাকেই চূড়ান্ত ভাবে অভ্যেস করতে হবে আমাদের । এটাই পরীক্ষা দেওয়ার সময় ।"

এই সময়টা জুহু বিচে ঘোরা বা শপিং মলে কেনাকাটা করার সময় নয়, মনে করছেন তিসকা । হাসপাতালের বেড ফুল, ডাক্তাররা ক্লান্ত, আম্বুলেন্স আসতে 12 থেকে 24 ঘণ্টা সময় লাগছে, এমন এক কঠিন সময় বাড়িতে থাকাই শ্রেয় বলে মনে করছেন তিসকা ।

লকডাউন উঠে গেলেও অতিমারীর যে অবসান হয়নি, সেটা মনে করিয়ে দিলেন অভিনেত্রী । দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.