মুম্বই : ইরফান খান শুধু নিজে ভালো অভিনেতা ছিলেন তা নয়, ভালো অভিনেতাদের উদ্বুদ্ধও করতেন তিনি । সহকর্মী ও বন্ধু তিসকা চোপড়াকে কঠিন সময়ে মনের জোর দিয়েছিলেন ইরফান । সময়টাকে মনে করলেন তিসকা ।
IANS-কে অভিনেত্রী বললেন, "নব্বইয়ের দশকে আমি স্ট্রাগল করছিলাম, অবসাদে ভুগছিলাম । আমার মনে হয়ছিল আমি যে ধরনের কাজ করতে চাইছি, সেরকম কিছু করতে পারব না । মনে হয়েছিল অভিনয় ছেড়ে দেব । সেই সময় তিগমাংশু ঢুলিয়া আর ইরফান খান ছিলেন আমার পাশে.."
বলে গেলেন তিসকা, "ইরফান বলেছিল, 'দেখ হার মেনে নিচ্ছে । অভিনয় ছেড়ে দেবে ? ঠিক আছে ছেড়ে দাও । তবে এটা মনে রেখো যে, নিজের পদ্ধতিতে এগোতে চাইলে সাহস থাকা চাই, দম থাকা চাই ।' আমার মনে পড়ে কথাগুলো ।"
ইরফান যেদিন মারা গেলেন, তারপরেই তাঁর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছিলেন তিসকা । কোনওটা কোনও ইভেন্টে তোলা তো কোনওটা আবার শুটিং ফ্লোরে । সেই সব ছবি দেখে বোঝা যায় যে, ইরফান কতটা কাছের ছিলেন তিসকার ।
সঙ্গে তিসকা কিছু আবেগপ্রবণ কথাও লিখেছিলেন ইরফান সম্পর্কে । দেখে নিন সেই পোস্ট..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">