ETV Bharat / sitara

টাইমলাইনে ঋষি কাপুর

author img

By

Published : Apr 30, 2020, 5:53 PM IST

রাজ কাপুরের ছত্রছায়া থেকে বেরিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন ঋষি কাপুর । একজন স্টারের ছেলে হিসেবে জার্নি শুরু করে নিজে একজন স্টার হওয়া, তারপর সেখান থেকে আবার এক স্টার সন্তানের বাবা হিসেবে পরিচিতি পাওয়া, পুরো পথটাই অত্যন্ত নিপুণ ভাবে অতিক্রম করেছেন ঋষি । দেখে নেওয়া যাক ঋষি কাপুরের লাইফ টাইমলাইন..

rishi kapoor timeline
rishi kapoor timeline

1952

রাজকাপুর আর কৃষ্ণা রাজ কাপুরের দ্বিতীয় সন্তান ঋষি কাপুরের জন্ম হয় 4 সেপ্টেম্বর ।

1955

মাত্র 3 বছর বয়সে ঋষি ওরফে চিন্টু ক্যামেরার সামনে পারফর্ম করলেন, ছবির নাম 'শ্রী 420' । এতই অল্প বয়স ছিল যে, শুটের কোনও স্মৃতিই নেই অভিনেতার ।

rishi kapoor timeline
সবথেকে ছোটো বাচ্চাটা ঋষি

1970

'মেরা নাম জোকার'-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেন ঋষি । পেলেন জাতীয় পুরস্কারও ।

rishi kapoor timeline
মেরা নাম জোকার

1973

'ববি' ছবিতে হিরো হিসেবে আত্মপ্রকাশ ঋষি কাপুরের । ডিম্পল কপাড়িয়ার সঙ্গে ঋষি কাপুরের জুটি সুপারহিট হল বক্স অফিসে ।

rishi kapoor timeline
ববি

1980

নীতু সিংকে বিয়ে করলেন ঋষি । অনস্ক্রিনের দাপুটে জুটির অফস্ক্রিন কেমিস্ট্রিও ছিল দেখার মতো । মৃত্য়ুর শেষ দিন পর্যন্ত ঋষির পাশে ছিলেন নীতু । এছাড়াও এই বছরে 'কর্জ়'-এ অভিনয় করেন তিনি, যেটি তাঁর ক্যারিয়ারের মাইলস্টোন হিসেবে ধরা হয় । রোম্যান্টিক হিরো হিসেবে নিজের জায়গাকে মজবুত করেন ঋষি, তাঁর লিপে 'দর্দে দিল' বা 'ওম শান্ত ওম' শুনে উন্মত্ত হয়ে ওঠে সমকালীন প্রজন্ম ।

rishi kapoor timeline
অটুট বন্ধন

1983

'কুলি'-তে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন ঋষি কাপুর । এছাড়া 'কভি কভি' আর 'অমর আকবর অ্যান্টনি'-র মতো ছবিতেও বিগ বি-কে পাশে পান ঋষি ।

1988

বাবাকে হারালেন ঋষি কাপুর । প্রয়াত হলেন রাজ কাপুর ।

1999

প্রথমবারের জন্য পরচালকের পদে ঋষি কাপুর । পরিচালনা করলেন 'আ আব লট চলেঁ', যেখানে রাজেশ খান্না, অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারা অভিনয় করলেন । তবে সেটাই শেষবার, আর পরিচালনা করেননি ঋষি । ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ।

2010

টুইটার জয়েন করলেন ঋষি কাপুর । আর এই দশ বছরে তিনি রীতিমতো অ্যাক্টিভ ছিলেন সোশাল মিডিয়ায় । সবসময় যে নেটিজেনদের প্রশংসা পেয়েছেন তা নয়, কখনও কখনও ট্রোলড হয়েছেন তিনি । নিজের মন্তব্যে বিতর্ক সৃষ্টি করেছেন ।

2012

চকোলেট বয় ইমেজ ছেড়ে 'অগ্নিপথ'-এর ভিলেন রফ লালার ভূমিকায় ঋষি কাপুর । সেটিকেই অভিনেতার সর্বশ্রেষ্ঠ পারফর্মেন্স হিসেবে মনে করেন সমালোচকরা ।

2016

'কাপুর অ্যান্ড সন্স' ছবিতে এক হাসিখুসি বৃদ্ধের চরিত্রে অভিনয় করে ফের একবার তাক লাগিয়ে দেন ঋষি ।

rishi kapoor timeline
কাপুর অ্যান্ড সন্স

2017

নিজের অটোবায়োগ্রাফি লিখলেন ঋষি কাপুর । নাম 'খুল্লাম খুল্লা : ঋষি কাপুর আনসেনসর্ড' ।

rishi kapoor timeline
ঋষির আত্মজীবনী

2018

বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত হলেন ঋষি । উড়ে গেলেন নিউ ইয়র্কে । সেই বছরই মারা গেলেন ঋষির মা কৃষ্ণা রাজ কাপুর । আর সেই বছরই মুক্তি পেল অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর '102 নট আউট' । বাবা-ছেলের অম্লমধুর সম্পর্ক মুগ্ধ করল দর্শককে ।

rishi kapoor timeline
102 নট আউট

2019

অভিনেতার শেষ রিলিজ় 'দ্য বডি' মুক্তি পেল 13 নভেম্বর । তবে দর্শককে খুব একটা মুগ্ধ করতে পারল না এই ছবি ।

2020

30 এপ্রিল সকাল 8টা 45-এ মুম্বইয়ের HN রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যু ঋষি কাপুরের ।

1952

রাজকাপুর আর কৃষ্ণা রাজ কাপুরের দ্বিতীয় সন্তান ঋষি কাপুরের জন্ম হয় 4 সেপ্টেম্বর ।

1955

মাত্র 3 বছর বয়সে ঋষি ওরফে চিন্টু ক্যামেরার সামনে পারফর্ম করলেন, ছবির নাম 'শ্রী 420' । এতই অল্প বয়স ছিল যে, শুটের কোনও স্মৃতিই নেই অভিনেতার ।

rishi kapoor timeline
সবথেকে ছোটো বাচ্চাটা ঋষি

1970

'মেরা নাম জোকার'-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেন ঋষি । পেলেন জাতীয় পুরস্কারও ।

rishi kapoor timeline
মেরা নাম জোকার

1973

'ববি' ছবিতে হিরো হিসেবে আত্মপ্রকাশ ঋষি কাপুরের । ডিম্পল কপাড়িয়ার সঙ্গে ঋষি কাপুরের জুটি সুপারহিট হল বক্স অফিসে ।

rishi kapoor timeline
ববি

1980

নীতু সিংকে বিয়ে করলেন ঋষি । অনস্ক্রিনের দাপুটে জুটির অফস্ক্রিন কেমিস্ট্রিও ছিল দেখার মতো । মৃত্য়ুর শেষ দিন পর্যন্ত ঋষির পাশে ছিলেন নীতু । এছাড়াও এই বছরে 'কর্জ়'-এ অভিনয় করেন তিনি, যেটি তাঁর ক্যারিয়ারের মাইলস্টোন হিসেবে ধরা হয় । রোম্যান্টিক হিরো হিসেবে নিজের জায়গাকে মজবুত করেন ঋষি, তাঁর লিপে 'দর্দে দিল' বা 'ওম শান্ত ওম' শুনে উন্মত্ত হয়ে ওঠে সমকালীন প্রজন্ম ।

rishi kapoor timeline
অটুট বন্ধন

1983

'কুলি'-তে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেন ঋষি কাপুর । এছাড়া 'কভি কভি' আর 'অমর আকবর অ্যান্টনি'-র মতো ছবিতেও বিগ বি-কে পাশে পান ঋষি ।

1988

বাবাকে হারালেন ঋষি কাপুর । প্রয়াত হলেন রাজ কাপুর ।

1999

প্রথমবারের জন্য পরচালকের পদে ঋষি কাপুর । পরিচালনা করলেন 'আ আব লট চলেঁ', যেখানে রাজেশ খান্না, অক্ষয় খান্না, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারা অভিনয় করলেন । তবে সেটাই শেষবার, আর পরিচালনা করেননি ঋষি । ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ।

2010

টুইটার জয়েন করলেন ঋষি কাপুর । আর এই দশ বছরে তিনি রীতিমতো অ্যাক্টিভ ছিলেন সোশাল মিডিয়ায় । সবসময় যে নেটিজেনদের প্রশংসা পেয়েছেন তা নয়, কখনও কখনও ট্রোলড হয়েছেন তিনি । নিজের মন্তব্যে বিতর্ক সৃষ্টি করেছেন ।

2012

চকোলেট বয় ইমেজ ছেড়ে 'অগ্নিপথ'-এর ভিলেন রফ লালার ভূমিকায় ঋষি কাপুর । সেটিকেই অভিনেতার সর্বশ্রেষ্ঠ পারফর্মেন্স হিসেবে মনে করেন সমালোচকরা ।

2016

'কাপুর অ্যান্ড সন্স' ছবিতে এক হাসিখুসি বৃদ্ধের চরিত্রে অভিনয় করে ফের একবার তাক লাগিয়ে দেন ঋষি ।

rishi kapoor timeline
কাপুর অ্যান্ড সন্স

2017

নিজের অটোবায়োগ্রাফি লিখলেন ঋষি কাপুর । নাম 'খুল্লাম খুল্লা : ঋষি কাপুর আনসেনসর্ড' ।

rishi kapoor timeline
ঋষির আত্মজীবনী

2018

বোন ম্যারো ক্যানসারে আক্রান্ত হলেন ঋষি । উড়ে গেলেন নিউ ইয়র্কে । সেই বছরই মারা গেলেন ঋষির মা কৃষ্ণা রাজ কাপুর । আর সেই বছরই মুক্তি পেল অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর '102 নট আউট' । বাবা-ছেলের অম্লমধুর সম্পর্ক মুগ্ধ করল দর্শককে ।

rishi kapoor timeline
102 নট আউট

2019

অভিনেতার শেষ রিলিজ় 'দ্য বডি' মুক্তি পেল 13 নভেম্বর । তবে দর্শককে খুব একটা মুগ্ধ করতে পারল না এই ছবি ।

2020

30 এপ্রিল সকাল 8টা 45-এ মুম্বইয়ের HN রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যু ঋষি কাপুরের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.