মুম্বই : কোরোনা আতঙ্কের জেরে দেশে জারি লকডাউন । বন্ধ সিনেমার শুটিং । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । এমনকী, জিম বন্ধ থাকায় সেখানেও যেতে পারছেন না তাঁরা । অগত্যা বাড়িতেই শরীর চর্চা করছেন । বাদ যাননি টাইগার শ্রফও । তবে ওয়ার্কআউটের পাশাপাশি বাড়ির ড্রয়িংরুমেই ফুটবল খেলতে দেখা গেল তাঁকে ।
বিশ্বের প্রায় প্রতিটি দেশেই থাবা বাসিয়ে কোরোনা ভাইরাস । ভারতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব ধরনের শুটিং বন্ধ করে দেওয়া হয় । ছুটি ঘোষণা করা হয় স্কুল-কলেজ ও একাধিক অফিসে । হাতে কোনও কাজ না থাকায় হোক কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তাঁরা । কেউ বই পড়ে, কেউ রান্না করে । আবার কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে । শরীরের কথা মাথায় রেখে তার সঙ্গে চালিয়ে যাচ্ছেন শরীর চর্চাও । নিজেদের মতো করে বাড়িতেই ওয়ার্কআউটের ব্যবস্থা করে নিয়েছেন তাঁরা । টাইগার শ্রফও তাঁদের মধ্যে অন্যতম ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন টাইগার । সেখানে বাড়ির ছাদে ওয়ার্কআউট করতে দেখা গিয়েছে তাঁকে । এরপর বাড়ির ড্রয়িংরুমে ফুটবলও খেলেন তিনি । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "আমরা যখন ছোটো ছিলাম তখন মা কখনও ঘরের মধ্যে খেলতে দিত না । কিন্তু, এই সময় তার কোনও উপায় নেই ।" আর সেই আনন্দেই ড্রয়িংরুমে ফুটবল খেলছেন টাইগার...।