ETV Bharat / sitara

আহত টাইগার, পাশে থাকলেন দিশা - টাইগার শ্রফের খবর

মুম্বইয়ে এক চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিলেন টাইগার শ্রফ, দিশা পাটানি সহ আরও অনেক তারকা । সেই ম্যাচেই গুরুতর আহত হলেন টাইগার । ছায়াসঙ্গীর মতো পুরো সময়টা পাশে থাকলেন দিশা ।

Tiger Shroff injured playing football
Tiger Shroff injured playing football
author img

By

Published : Feb 22, 2021, 2:55 PM IST

মুম্বই : আহত বলিউডের অ্যাকশন তারকা টাইগার শ্রফ । একটি চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন অভিনেতা ।

পরদায় অসম্ভব সব স্টান্ট দেখান টাইগার । তবে বাস্তবজীবনে তো তাই হয় না । তাই খেলতে খেলতে অসাবধানতাবশত চোট পেলেন অভিনেতা । সঙ্গে সঙ্গে তাঁকে স্ট্রেচারে শুইয়ে মাঠেই চিকিৎসা শুরু করে দেওয়া হয় ।

Tiger Shroff injured playing football
টাইগারের পাশে দিশা..

আর এই পুরো সময়টা টাইগারের পাশে ছিলেন দিশা পাটানি । যদিও তাঁদের কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও এদিন টাইগারকে নিয়ে দিশার উদ্বেগ দেখে কারও কিছু বুঝতে বাকি নেই ।

টাইগার আর দিশা ছাড়াও এই চ্যারিটি ম্যাচে ছিলেন অর্জুন কাপুর, অপারশক্তি খুরানা, মিজ়ান জাফরি, আহান শেট্টির মতো তারকারা । এই খেলা থেকে উঠে আসা টাকার পুরোটাই সমাজসেবার কাজে ব্যবহার হবে ।

মুম্বই : আহত বলিউডের অ্যাকশন তারকা টাইগার শ্রফ । একটি চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন অভিনেতা ।

পরদায় অসম্ভব সব স্টান্ট দেখান টাইগার । তবে বাস্তবজীবনে তো তাই হয় না । তাই খেলতে খেলতে অসাবধানতাবশত চোট পেলেন অভিনেতা । সঙ্গে সঙ্গে তাঁকে স্ট্রেচারে শুইয়ে মাঠেই চিকিৎসা শুরু করে দেওয়া হয় ।

Tiger Shroff injured playing football
টাইগারের পাশে দিশা..

আর এই পুরো সময়টা টাইগারের পাশে ছিলেন দিশা পাটানি । যদিও তাঁদের কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও এদিন টাইগারকে নিয়ে দিশার উদ্বেগ দেখে কারও কিছু বুঝতে বাকি নেই ।

টাইগার আর দিশা ছাড়াও এই চ্যারিটি ম্যাচে ছিলেন অর্জুন কাপুর, অপারশক্তি খুরানা, মিজ়ান জাফরি, আহান শেট্টির মতো তারকারা । এই খেলা থেকে উঠে আসা টাকার পুরোটাই সমাজসেবার কাজে ব্যবহার হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.