মুম্বই : নিজে একজন কাশ্মীরি পন্ডিত বিধু বিনোদ চোপড়া । 1990 সালে কাশ্মীরি পন্ডিততের কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাই এই ছবি বানিয়েছেন বিধু । ছবিটির সঙ্গে কোনও বাণিজ্যিক চাওয়া-পাওয়া নেই তাঁর, বরং মায়ের স্মৃতিতেই এই ছবি বানানোর সিদ্ধান্ত পরিচালকের । সম্প্রতি মুম্বইয়ের KC কলেজে এসে এমনটাই বললেন বিধু । সঙ্গে এটাও বললেন যে, যারা এই ছবির সমালোচনা করছেন তারা গাধা ।
বিধু বলেন, "আমার প্রযোজনায় তৈরি '3 ইডিয়টস' প্রথম দিন 33 কোটি টাকা উপার্জন করেছিল । আর 'সিকারা' উপার্জন করেছে 30 লাখ টাকা । এরকম যে হবে সেটা আমরা আগে থেকেই জানতাম, তাও আমরা এই ছবির পিছনে 11 বছর দিয়েছি ।"
যে মানুষ ছবির এই ভবিতব্য জেনেও মায়ের স্মৃতিতে 'সিকারা' বানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কি বাণিজ্যিকীকরণের অভিযোগ তোলা যায় ? প্রশ্ন তুলেছেন বিধু ।
তিনি বলেছেন, "এই দুনিয়াটাই খুব মজার । যে মানুষ '3 ইডিয়টস'-এর মতো সফল ছবি প্রযোজনা করার পরও 'সিকারা' বানানোর কথা ভাবে, তার বিরুদ্ধে কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণা নিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠতে পারে ? যারা এই সমালোচনা করছে, তারা গাধা ।"
কোনও কাজের গুরুত্ব টাকার অঙ্ক দিয়ে মাপা উচিত নয়..পরামর্শ বিধুর । দেখে নিন ভিডিয়ো...