ETV Bharat / sitara

যারা 'সিকারা'-র সমালোচনা করছে, তারা গাধা : বিধু বিনোদ চোপড়া - বিধু বিনোদ চোপড়া

বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় মুক্তি পেয়েছে 'সিকারা' । ছবিটি নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন প্রতিক্রিয়া । কেউ কেউ ছবির প্রশংসা করলেও, অনেকেই প্রতিবাদ করে বলেন যে, কাশ্মীরি পন্ডিতদের যন্ত্রণা নিয়ে ব্যবসা করেছেন বিধু । এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক বলেন যে, যারা 'সিকারা'-র সমোলচনা করছেন তারা আসলে গাধা ।

Vidhu Vinod Chopra on Sikara Criticism
Vidhu Vinod Chopra on Sikara Criticism
author img

By

Published : Feb 12, 2020, 6:27 PM IST

মুম্বই : নিজে একজন কাশ্মীরি পন্ডিত বিধু বিনোদ চোপড়া । 1990 সালে কাশ্মীরি পন্ডিততের কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাই এই ছবি বানিয়েছেন বিধু । ছবিটির সঙ্গে কোনও বাণিজ্যিক চাওয়া-পাওয়া নেই তাঁর, বরং মায়ের স্মৃতিতেই এই ছবি বানানোর সিদ্ধান্ত পরিচালকের । সম্প্রতি মুম্বইয়ের KC কলেজে এসে এমনটাই বললেন বিধু । সঙ্গে এটাও বললেন যে, যারা এই ছবির সমালোচনা করছেন তারা গাধা ।

বিধু বলেন, "আমার প্রযোজনায় তৈরি '3 ইডিয়টস' প্রথম দিন 33 কোটি টাকা উপার্জন করেছিল । আর 'সিকারা' উপার্জন করেছে 30 লাখ টাকা । এরকম যে হবে সেটা আমরা আগে থেকেই জানতাম, তাও আমরা এই ছবির পিছনে 11 বছর দিয়েছি ।"

Vidhu Vinod Chopra on Sikara Criticism
ছবির দৃশ্য

যে মানুষ ছবির এই ভবিতব্য জেনেও মায়ের স্মৃতিতে 'সিকারা' বানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কি বাণিজ্যিকীকরণের অভিযোগ তোলা যায় ? প্রশ্ন তুলেছেন বিধু ।

তিনি বলেছেন, "এই দুনিয়াটাই খুব মজার । যে মানুষ '3 ইডিয়টস'-এর মতো সফল ছবি প্রযোজনা করার পরও 'সিকারা' বানানোর কথা ভাবে, তার বিরুদ্ধে কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণা নিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠতে পারে ? যারা এই সমালোচনা করছে, তারা গাধা ।"

কোনও কাজের গুরুত্ব টাকার অঙ্ক দিয়ে মাপা উচিত নয়..পরামর্শ বিধুর । দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

মুম্বই : নিজে একজন কাশ্মীরি পন্ডিত বিধু বিনোদ চোপড়া । 1990 সালে কাশ্মীরি পন্ডিততের কাশ্মীর উপত্যকা থেকে বিতাড়িত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাই এই ছবি বানিয়েছেন বিধু । ছবিটির সঙ্গে কোনও বাণিজ্যিক চাওয়া-পাওয়া নেই তাঁর, বরং মায়ের স্মৃতিতেই এই ছবি বানানোর সিদ্ধান্ত পরিচালকের । সম্প্রতি মুম্বইয়ের KC কলেজে এসে এমনটাই বললেন বিধু । সঙ্গে এটাও বললেন যে, যারা এই ছবির সমালোচনা করছেন তারা গাধা ।

বিধু বলেন, "আমার প্রযোজনায় তৈরি '3 ইডিয়টস' প্রথম দিন 33 কোটি টাকা উপার্জন করেছিল । আর 'সিকারা' উপার্জন করেছে 30 লাখ টাকা । এরকম যে হবে সেটা আমরা আগে থেকেই জানতাম, তাও আমরা এই ছবির পিছনে 11 বছর দিয়েছি ।"

Vidhu Vinod Chopra on Sikara Criticism
ছবির দৃশ্য

যে মানুষ ছবির এই ভবিতব্য জেনেও মায়ের স্মৃতিতে 'সিকারা' বানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কি বাণিজ্যিকীকরণের অভিযোগ তোলা যায় ? প্রশ্ন তুলেছেন বিধু ।

তিনি বলেছেন, "এই দুনিয়াটাই খুব মজার । যে মানুষ '3 ইডিয়টস'-এর মতো সফল ছবি প্রযোজনা করার পরও 'সিকারা' বানানোর কথা ভাবে, তার বিরুদ্ধে কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণা নিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠতে পারে ? যারা এই সমালোচনা করছে, তারা গাধা ।"

কোনও কাজের গুরুত্ব টাকার অঙ্ক দিয়ে মাপা উচিত নয়..পরামর্শ বিধুর । দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.