ETV Bharat / sitara

এই লকডাউনে অক্ষয়ের পরামর্শ - Akshay kumar sugesstion

এই লকডাউনে বাড়িতে থেকে কী করবেন ? পরামর্শ দিলেন অক্ষয় কুমার ।

Akshay kumar latest news
Akshay kumar latest news
author img

By

Published : May 20, 2020, 7:20 PM IST

মুম্বই : কোরোনা মোকবিলায় অক্ষয় কুমারের অবদান অনস্বীকার্য । শুধু ত্রাণ দিয়েই থেমে থাকেননি অক্ষয়, সোশাল মিডিয়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতেও তাঁর জুড়ি মেলা ভার । এই লকডাউনে ফের একটা পরামর্শ দিলেন অভিনেতা ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অক্ষয় । বেবি পিঙ্ক টি-শার্ট, হালকা ব্রাউন রঙের ট্রাইজ়ার আর নীল স্নিকার পরে তিনি বসে রয়েছেন চেয়ারে ।

ক্য়াপশনে অভিনেতা লিখেছেন, "কখনও কখনও বসে থাকাটাই বেস্ট...এই সময়টাও পেরিয়ে যাবে ।" এই কঠিন সময়ে বাড়িতে থাকার উপদেশই দিয়েছেন অক্ষয় ।

তবে এই প্রথম বার নয়, এর আগেও একাধিক বার এই পরামর্শ দিয়েছেন অক্ষয় । মেজাজ হারিয়েছেন কথা বলতে বলতে । কড়া ভাষায় সতর্কতা জারি করার চেষ্টা করেছেন ।

এছাড়াও যে সমস্ত ফ্রন্টলাইন কর্মীরা কাজ করে চলেছেন অনবরত, তাঁদের সাহায্য করতেও পিছপা হননি অক্ষয় । আর্থিকভাবে তো বটেই, মানবিক ভাবেও পাশে দাঁড়িয়েছেন ।

মুম্বই : কোরোনা মোকবিলায় অক্ষয় কুমারের অবদান অনস্বীকার্য । শুধু ত্রাণ দিয়েই থেমে থাকেননি অক্ষয়, সোশাল মিডিয়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতেও তাঁর জুড়ি মেলা ভার । এই লকডাউনে ফের একটা পরামর্শ দিলেন অভিনেতা ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অক্ষয় । বেবি পিঙ্ক টি-শার্ট, হালকা ব্রাউন রঙের ট্রাইজ়ার আর নীল স্নিকার পরে তিনি বসে রয়েছেন চেয়ারে ।

ক্য়াপশনে অভিনেতা লিখেছেন, "কখনও কখনও বসে থাকাটাই বেস্ট...এই সময়টাও পেরিয়ে যাবে ।" এই কঠিন সময়ে বাড়িতে থাকার উপদেশই দিয়েছেন অক্ষয় ।

তবে এই প্রথম বার নয়, এর আগেও একাধিক বার এই পরামর্শ দিয়েছেন অক্ষয় । মেজাজ হারিয়েছেন কথা বলতে বলতে । কড়া ভাষায় সতর্কতা জারি করার চেষ্টা করেছেন ।

এছাড়াও যে সমস্ত ফ্রন্টলাইন কর্মীরা কাজ করে চলেছেন অনবরত, তাঁদের সাহায্য করতেও পিছপা হননি অক্ষয় । আর্থিকভাবে তো বটেই, মানবিক ভাবেও পাশে দাঁড়িয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.