ETV Bharat / sitara

কেমন দেখতে 'দ্রৌপদী' দীপিকা, এক বছর আগে স্কেচ এঁকেছিলেন শিল্পী - artist drew Deepika Padukone as Draupadi

তবে শুধু দীপিকাই নন আমির খান, ফারহান আখতার, অর্জুণ রামপাল, বিদ্যউৎ জামাল, রণবীর সিংয়ের স্কেচও তৈরি করেছেন তিনি । মহাভারতের বিভিন্ন চরিত্রে তাঁদের কেমন দেখতে লাগবে স্কেচের মাধ্যমে তাই ফুটিয়ে তুলছেন তিনি ।

ছবি
author img

By

Published : Oct 25, 2019, 3:30 PM IST

মুম্বই : মহাভারতের দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন । গতকালই সেকথা ঘোষণা করা হয়েছে । অদ্ভুতভাবে দীপিকার একটি স্কেচ তৈরি করেছিলেন এক শিল্পী । দ্রৌপদী হিসেবে তাঁকে ঠিক কেমন দেখতে লাগবে তা নিজের আঁকার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন ওই শিল্পী । প্রায় এক বছর আগে এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল ।

তবে শুধু দীপিকাই নন আমির খান, ফারহান আখতার, অর্জুণ রামপাল, বিদ্যউৎ জামাল, রণবীর সিংয়ের স্কেচও তৈরি করেছেন তিনি । মহাভারতের বিভিন্ন চরিত্রে তাঁদের কেমন দেখতে লাগবে স্কেচের মাধ্যমে তাই ফুটিয়ে তুলছেন তিনি ।

সে যাই হোক না কেন দ্রৌপদীর চরিত্রটি পেয়ে যথেষ্ট খুশি দীপিকা । এমনকী এই চরিত্রটিকে 'রোল অফ লাইফটাইম' বলেছেন তিনি । তবে দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে মহাভারতের গল্প নিয়ে তৈরি করা হবে এই ছবি । ছবির প্রযোজনা করবেন মধু মন্টেনা । তবে পরিচালনা কে করবেন তা এখনও জানা যায়নি ।

সব ঠিক থাকলে 2021 সালের দীপাবলির সময় মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : মহাভারতের দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন । গতকালই সেকথা ঘোষণা করা হয়েছে । অদ্ভুতভাবে দীপিকার একটি স্কেচ তৈরি করেছিলেন এক শিল্পী । দ্রৌপদী হিসেবে তাঁকে ঠিক কেমন দেখতে লাগবে তা নিজের আঁকার মধ্যে ফুটিয়ে তুলেছিলেন ওই শিল্পী । প্রায় এক বছর আগে এই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল ।

তবে শুধু দীপিকাই নন আমির খান, ফারহান আখতার, অর্জুণ রামপাল, বিদ্যউৎ জামাল, রণবীর সিংয়ের স্কেচও তৈরি করেছেন তিনি । মহাভারতের বিভিন্ন চরিত্রে তাঁদের কেমন দেখতে লাগবে স্কেচের মাধ্যমে তাই ফুটিয়ে তুলছেন তিনি ।

সে যাই হোক না কেন দ্রৌপদীর চরিত্রটি পেয়ে যথেষ্ট খুশি দীপিকা । এমনকী এই চরিত্রটিকে 'রোল অফ লাইফটাইম' বলেছেন তিনি । তবে দ্রৌপদীর দৃষ্টিকোণ থেকে মহাভারতের গল্প নিয়ে তৈরি করা হবে এই ছবি । ছবির প্রযোজনা করবেন মধু মন্টেনা । তবে পরিচালনা কে করবেন তা এখনও জানা যায়নি ।

সব ঠিক থাকলে 2021 সালের দীপাবলির সময় মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.