ETV Bharat / sitara

পঞ্চকুলায় নতুন বাড়ি আয়ুষ্মানের - Ayushmann new house

বাড়ি কেনার পর আয়ুষ্মান বলেন, "খুরানাদের নতুন বাড়ি । পরিবারের সবাই মিলে একটা নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিল । তারপরই এই বাড়িটি কেনা হয় । এখানে সবাই একসঙ্গে থাকতে পারবেন । আমরা একসঙ্গে নতুন ও সুন্দর মুহূর্ত কাটানোর জন্য মুখিয়ে রয়েছি ।"

োে্
োে্
author img

By

Published : Jul 7, 2020, 10:49 PM IST

Updated : Jul 8, 2020, 2:04 AM IST

চণ্ডীগড় : পঞ্চকুলায় নতুন বাড়ি কিনলেন আয়ুষ্মান খুরানারা । আর নতুন বাড়ি পেয়ে খুবই খুশি অভিনেতা ।

খুরানা পরিবারের এখন নতুন ঠিকানা চণ্ডীগড়ের পঞ্চকুলা । সেখানে একটি নতুন বাড়ি কিনলেন তাঁরা । সেখানে থাকবেন আয়ুষ্মানের বাবা-মা, স্ত্রী তাহিরা কাশ্যপ, ভাই অপারশক্তি ও তাঁর স্ত্রী আকৃতি ।

বাড়ি কেনার পর আয়ুষ্মান বলেন, "খুরানাদের নতুন বাড়ি । পরিবারের সবাই মিলে একটা নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিল । তারপরই এই বাড়িটি কেনা হয় । এখানে সবাই একসঙ্গে থাকতে পারবেন । আমরা একসঙ্গে নতুন ও সুন্দর মুহূর্ত কাটানোর জন্য মুখিয়ে রয়েছি ।"

সূত্রের খবর, লকডাউনের মধ্যে চণ্ডীগড়ে রয়েছেন আয়ুষ্মান ও অপারশক্তি । স্ত্রীরাও রয়েছেন সেখানে । এই পরিস্থিতিতে বাবা-মায়ের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন তাঁরা । আর সময়টাকে হাতিয়ার করেই নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নেন সবাই ।

সম্প্রতি অপারশক্তি একটি ভিডিয়ো শেয়ার করেন ইনস্টাগ্রামে । সেখানে ভাই আয়ুষ্মানের সঙ্গে সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যান অভিনেতা । হাতে হাত লাগিয়ে 'আও মিলো শিলো শালো' খেলেন দুই ভাই । একেবারে কনফিডেন্সের সঙ্গে আয়ুষ্মান আর অপারশক্তি পুরো অ্যাক্টটা করে দেখান । বেশ উপভোগও করেন ।

চণ্ডীগড় : পঞ্চকুলায় নতুন বাড়ি কিনলেন আয়ুষ্মান খুরানারা । আর নতুন বাড়ি পেয়ে খুবই খুশি অভিনেতা ।

খুরানা পরিবারের এখন নতুন ঠিকানা চণ্ডীগড়ের পঞ্চকুলা । সেখানে একটি নতুন বাড়ি কিনলেন তাঁরা । সেখানে থাকবেন আয়ুষ্মানের বাবা-মা, স্ত্রী তাহিরা কাশ্যপ, ভাই অপারশক্তি ও তাঁর স্ত্রী আকৃতি ।

বাড়ি কেনার পর আয়ুষ্মান বলেন, "খুরানাদের নতুন বাড়ি । পরিবারের সবাই মিলে একটা নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছিল । তারপরই এই বাড়িটি কেনা হয় । এখানে সবাই একসঙ্গে থাকতে পারবেন । আমরা একসঙ্গে নতুন ও সুন্দর মুহূর্ত কাটানোর জন্য মুখিয়ে রয়েছি ।"

সূত্রের খবর, লকডাউনের মধ্যে চণ্ডীগড়ে রয়েছেন আয়ুষ্মান ও অপারশক্তি । স্ত্রীরাও রয়েছেন সেখানে । এই পরিস্থিতিতে বাবা-মায়ের সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন তাঁরা । আর সময়টাকে হাতিয়ার করেই নতুন বাড়ি কেনার সিদ্ধান্ত নেন সবাই ।

সম্প্রতি অপারশক্তি একটি ভিডিয়ো শেয়ার করেন ইনস্টাগ্রামে । সেখানে ভাই আয়ুষ্মানের সঙ্গে সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যান অভিনেতা । হাতে হাত লাগিয়ে 'আও মিলো শিলো শালো' খেলেন দুই ভাই । একেবারে কনফিডেন্সের সঙ্গে আয়ুষ্মান আর অপারশক্তি পুরো অ্যাক্টটা করে দেখান । বেশ উপভোগও করেন ।

Last Updated : Jul 8, 2020, 2:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.