শুটিং শেষ হল 'কাশ্মীর ফাইলস'-এর - undefined
অনুপম খের অভিনীত 'কাশ্মীর ফাইলস'-এর শুটিং শেষ হল । একইসঙ্গে খুশি এবং আবেগপ্রবণ অভিনেতা ।
মুম্বই : বিবেক অগ্নিহোত্রী পরিচালিত পরবর্তী ছবি 'কাশ্মীর ফাইলস' । ছবির শুটিং শেষ হল আজই । উচ্ছ্বসিত কাস্ট অ্যান্ড ক্রু সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।
টিম মেম্বারদের সঙ্গে একটি ছবি শেয়ার করে অনুপম লিখেছেন, "ইটস অ্যা ব়্যাপ । জ্বালাময়, যন্ত্রণাদায়ক আর সত্য ঘটনার অবলম্বনে তৈরি এই ছবি । তিরিশ বছর লেগে গেল এই গল্প শোনাতে ।"
নিজে একজন কাশ্মিরী পন্ডিত অনুপম । তাই এই ছবির গল্প যে তাঁর মনের খুব কাছে সেটা বলাইবাহুল্য ।
অনুপম ছাড়াও এই ছবিতে রয়েছেন আরও এক মহীরুহ, মিঠুন চক্রবর্তী । 'কাশ্মীর ফাইলস'-এর শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন মিঠুন । তবে এখন তিনি ভালো আছেন । এছাড়াও আছেন পুনীত আসার, পল্লবী জোশী, অর্পণ তিওয়ারি সহ আরও অনেকে ।