ETV Bharat / sitara

The Kashmir Files in 200 Cr Club : 200 কোটির ক্লাবে 'দ্য কাশ্মীর ফাইলস' - The Kashmir Files in 200 Cr Club

11 মার্চ সিনেমা হলে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ 13 দিনের মাথায় 200 কোটির ক্লাবে প্রবেশ করল সিনেমাটি (The Kashmir Files in 200 Cr Club) ৷ শুধু বুধবার ছবিটি 10 কোটির ব্যবসা করেছে ।

The Kashmir Files
The Kashmir Files
author img

By

Published : Mar 24, 2022, 5:50 PM IST

মুম্বই, 24 মার্চ : 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি আরেকটি মাইলফলক ছুঁল ৷ 200 কোটির ক্লাবে প্রবেশ করেছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files in 200 Cr Club) ৷ একের পর এক রেকর্ডও করে চলেছে ছবিটি । মুক্তির পর থেকেই বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলসের পিছু ছাড়ছে না বিতর্ক । আর এসব বিতর্কের মাঝেই 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)-এর মুকুটে যুক্ত হল নয়া পালক । অতিমারিতে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা রোজগারের রেকর্ড গড়ল ছবিটি ।

11 মার্চ সিনেমা হলে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ 13 দিনের মাথায় 200 কোটির ক্লাবে প্রবেশ করল সিনেমাটি ৷ শুধু বুধবার ছবিটি 10 কোটির ব্যবসা করেছে । বৃহস্পতিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানান, অতিমারিতে মুক্তি পাওয়া ছবিগুলো মধ্যে সবচেয়ে বেশি টাকা রোজগারের রেকর্ড গড়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। অক্ষয় কুমারের 'সূর্যবংশী' (Sooryavanshi) ছবিটির রেকর্ড ভেঙে দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) । বৃহস্পতিবার পর্যন্ত 200 কোটিরও বেশি টাকা রোজগার করেছে ছবিটি ।

আরও পড়ুন: Tollywood stars remember Abhishek: মিঠুকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া

তরণ আদর্শ ছবিটির সর্বশেষ যে বক্স অফিস পরিসংখ্যান শেয়ার করেছেন তাতে, 'দ্য কাশ্মীর ফাইলস' প্রথম দিনে 3.55 কোটির ব্যবসা করে । তারপর প্রথম সপ্তাহে শনিবার থেকে ব্যবসার অঙ্কটা বাড়তে থাকে ৷ শনিবার আয় করে 8.50 । রবিবার এবং সোমবার যথাক্রমে 15.10 কোটি এবং 15.05 কোটি আয় করে ৷ দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বুধবার আয় করে 19.05 কোটি, বৃহস্পতিবার 18.05 কোটি, শুক্রবার 19.15 টাকা এবং শনিবার 24.80 কোটি । ফিল্মটি তার দ্বিতীয় রবিবারে 26.20 কোটি আয় করে এবং 150 কোটি ক্লাবে প্রবেশ করে ৷

আরও পড়ুন: Abir Chatterjee's upcoming film: আবিরের ডবল ধামাকা, একইদিনে জোড়া মহরত সোনাদা-ব্যোমকেশের

সিনেমাটি বর্তমানে বক্স অফিসে সাফল্যের সঙ্গে চলছে ৷ তৃতীয় সপ্তাহে সোমবার ব্যবসা করে 12.40 কোটি , মঙ্গলবার 10.25 কোটি এবং বুধবার 10.03 কোটি ৷ আর সব মিলিয়ে এরই মধ্যে বক্স অফিসে 200 কোটি অতিক্রম করে ফেলেছে 'দ্য কাশ্মীর ফাইলস' (200 Cr Business) ।

নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের পলায়ন এবং তাঁদের ওপর অত্যাচারের কাহিনি তুলে ধরা হয়েছে এই সিনেমায় ৷ ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ ইতিমধ্যেই গোয়া, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে করমুক্ত করে দেওয়া হয়েছে এই ছবিটিকে ৷

মুম্বই, 24 মার্চ : 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি আরেকটি মাইলফলক ছুঁল ৷ 200 কোটির ক্লাবে প্রবেশ করেছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files in 200 Cr Club) ৷ একের পর এক রেকর্ডও করে চলেছে ছবিটি । মুক্তির পর থেকেই বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইলসের পিছু ছাড়ছে না বিতর্ক । আর এসব বিতর্কের মাঝেই 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)-এর মুকুটে যুক্ত হল নয়া পালক । অতিমারিতে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা রোজগারের রেকর্ড গড়ল ছবিটি ।

11 মার্চ সিনেমা হলে মুক্তি পায় বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ 13 দিনের মাথায় 200 কোটির ক্লাবে প্রবেশ করল সিনেমাটি ৷ শুধু বুধবার ছবিটি 10 কোটির ব্যবসা করেছে । বৃহস্পতিবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানান, অতিমারিতে মুক্তি পাওয়া ছবিগুলো মধ্যে সবচেয়ে বেশি টাকা রোজগারের রেকর্ড গড়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। অক্ষয় কুমারের 'সূর্যবংশী' (Sooryavanshi) ছবিটির রেকর্ড ভেঙে দিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) । বৃহস্পতিবার পর্যন্ত 200 কোটিরও বেশি টাকা রোজগার করেছে ছবিটি ।

আরও পড়ুন: Tollywood stars remember Abhishek: মিঠুকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া

তরণ আদর্শ ছবিটির সর্বশেষ যে বক্স অফিস পরিসংখ্যান শেয়ার করেছেন তাতে, 'দ্য কাশ্মীর ফাইলস' প্রথম দিনে 3.55 কোটির ব্যবসা করে । তারপর প্রথম সপ্তাহে শনিবার থেকে ব্যবসার অঙ্কটা বাড়তে থাকে ৷ শনিবার আয় করে 8.50 । রবিবার এবং সোমবার যথাক্রমে 15.10 কোটি এবং 15.05 কোটি আয় করে ৷ দ্য কাশ্মীর ফাইলস' সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে বুধবার আয় করে 19.05 কোটি, বৃহস্পতিবার 18.05 কোটি, শুক্রবার 19.15 টাকা এবং শনিবার 24.80 কোটি । ফিল্মটি তার দ্বিতীয় রবিবারে 26.20 কোটি আয় করে এবং 150 কোটি ক্লাবে প্রবেশ করে ৷

আরও পড়ুন: Abir Chatterjee's upcoming film: আবিরের ডবল ধামাকা, একইদিনে জোড়া মহরত সোনাদা-ব্যোমকেশের

সিনেমাটি বর্তমানে বক্স অফিসে সাফল্যের সঙ্গে চলছে ৷ তৃতীয় সপ্তাহে সোমবার ব্যবসা করে 12.40 কোটি , মঙ্গলবার 10.25 কোটি এবং বুধবার 10.03 কোটি ৷ আর সব মিলিয়ে এরই মধ্যে বক্স অফিসে 200 কোটি অতিক্রম করে ফেলেছে 'দ্য কাশ্মীর ফাইলস' (200 Cr Business) ।

নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের পলায়ন এবং তাঁদের ওপর অত্যাচারের কাহিনি তুলে ধরা হয়েছে এই সিনেমায় ৷ ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত একাধিক পরিচিত মুখ ৷ ইতিমধ্যেই গোয়া, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, হরিয়ানা এবং উত্তরাখণ্ডে করমুক্ত করে দেওয়া হয়েছে এই ছবিটিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.