ETV Bharat / sitara

'থাপ্পড়'-এ অভ্যস্ত বলেই বিয়ে করতে রাজি পাত্র ! - Thappad

'থাপ্পড়'-এর প্রচার নিয়ে খুবই ব্যস্ত তাপসী । মাত্র কয়েকদিন পরই মুক্তি পাবে ছবিটি । তার মাঝেই নতুন একটি ভিডিয়ো প্রকাশ করলেন তিনি । ভ্যালেন্টাইন'স ডের দিন প্রকাশ্যে এনেছেন এই ভিডিয়ো ।

kgj
gh
author img

By

Published : Feb 16, 2020, 2:40 PM IST

Updated : Feb 16, 2020, 3:32 PM IST

মুম্বই : ভ্যালেন্টাইন'স ডে-তে একটি নতুন চমক দেন তাপসী পান্নু । ওইদিন প্রকাশ্যে আসে তাঁর একটি ভিডিয়ো । যা সমাজের মুখে সপাটে চড় কষাল ভালোবাসার দিন ।

ভিডিয়োতে দেখা গেছে, ছেলের বাড়ি দেখতে এসেছে তাপসীকে । সেখানে তাপসীর চরিত্রর নাম পূজা । উঠে আসে খাওয়ার প্রসঙ্গ । এদিকে খাওয়ার কথা বলতেই চলে আসে 'থাপ্পড়'-এর বিষয়টি । 'থাপ্পড়' যেন কোনও বিষয়ই নয় । খাবার খাওয়ার মতোই একটা সাধারণ বিষয় । তাপসী কেমন 'থাপ্পড়' খেতে অভ্যস্ত তাও বলে দেন ভিডিয়োতে থাকা তাঁর অভিভাবকরা । প্রথমদিকে বিষয়টি বুঝতে পারেননি তাপসী । সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে তিনি বলেন, "আমি এতটাও ফুডি নই ।" তখন তাঁর অভিভাবকরা বলেন, "খাওয়া মানে থাপ্পড়ের কথা বলা হচ্ছে ।"

এরপর পূজাও তার 'থাপ্পড়'-এর অভিজ্ঞতার কথা বলতে শুরু করে । জানায় যে ছোটো থেকেই 'থাপ্পড়'-এর সঙ্গে ভালো মতই পরিচিত সে । বলে, "ছোটবেলা থেকেই মাকে থাপ্পড় খেতে দেখেছি । মায়ের এক গালে বাবার অফিসের স্ট্রেস আর এক গালে বাড়ির স্ট্রেসের থাপ্পড়ের দাগ । থাপ্পড়ের সঙ্গে আমি পরিচিত।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'থাপ্পড়'-এ অভ্যস্ত এক মেয়ের মুখে এই কথা শুনে ছেলের বাড়ির সদস্যদের খুবই ভালো লাগে । ছেলেও সঙ্গে সঙ্গে বিয়ের জন্য রাজি হয়ে যায় । তার প্রতিবাদ করে পাত্রকে তখন পূজা বলে, "আমিও তোমাকে বিয়ে রাজি । কিন্তু, ভালোবাসব না । ভালোবাসায় থাপ্পড়ের কোনও জায়গা নেই । ভালোবাসা কি থাপ্পড় মারার লাইসেন্স ?" সবার কাছেই এই প্রশ্ন রাখেন তাপসী । 'ভ্যালেন্টইনস ডে'-কে এই ভিডিয়োর মাধ্যমে 'ভায়োলেটাইন ডে'-তে পরিণত করলেন অভিনেত্রী ।

আপকামিং ছবি 'থাপ্পড়'-এর প্রচার নিয়ে এখন খুবই ব্যস্ত তাপসী । পারিবারিক হিংসাকে কেন্দ্র করে তৈরি ছবিটি । ট্রেলার মুক্তির পর একাধিক ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি । ভিডিয়োগুলিতে উঠে এসেছে থাপ্পড়ের প্রসঙ্গ । যা কোনওভাবেই সাধারণ বিষয় নয় বলে জানিয়েছেন তিনি । 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : ভ্যালেন্টাইন'স ডে-তে একটি নতুন চমক দেন তাপসী পান্নু । ওইদিন প্রকাশ্যে আসে তাঁর একটি ভিডিয়ো । যা সমাজের মুখে সপাটে চড় কষাল ভালোবাসার দিন ।

ভিডিয়োতে দেখা গেছে, ছেলের বাড়ি দেখতে এসেছে তাপসীকে । সেখানে তাপসীর চরিত্রর নাম পূজা । উঠে আসে খাওয়ার প্রসঙ্গ । এদিকে খাওয়ার কথা বলতেই চলে আসে 'থাপ্পড়'-এর বিষয়টি । 'থাপ্পড়' যেন কোনও বিষয়ই নয় । খাবার খাওয়ার মতোই একটা সাধারণ বিষয় । তাপসী কেমন 'থাপ্পড়' খেতে অভ্যস্ত তাও বলে দেন ভিডিয়োতে থাকা তাঁর অভিভাবকরা । প্রথমদিকে বিষয়টি বুঝতে পারেননি তাপসী । সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে তিনি বলেন, "আমি এতটাও ফুডি নই ।" তখন তাঁর অভিভাবকরা বলেন, "খাওয়া মানে থাপ্পড়ের কথা বলা হচ্ছে ।"

এরপর পূজাও তার 'থাপ্পড়'-এর অভিজ্ঞতার কথা বলতে শুরু করে । জানায় যে ছোটো থেকেই 'থাপ্পড়'-এর সঙ্গে ভালো মতই পরিচিত সে । বলে, "ছোটবেলা থেকেই মাকে থাপ্পড় খেতে দেখেছি । মায়ের এক গালে বাবার অফিসের স্ট্রেস আর এক গালে বাড়ির স্ট্রেসের থাপ্পড়ের দাগ । থাপ্পড়ের সঙ্গে আমি পরিচিত।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'থাপ্পড়'-এ অভ্যস্ত এক মেয়ের মুখে এই কথা শুনে ছেলের বাড়ির সদস্যদের খুবই ভালো লাগে । ছেলেও সঙ্গে সঙ্গে বিয়ের জন্য রাজি হয়ে যায় । তার প্রতিবাদ করে পাত্রকে তখন পূজা বলে, "আমিও তোমাকে বিয়ে রাজি । কিন্তু, ভালোবাসব না । ভালোবাসায় থাপ্পড়ের কোনও জায়গা নেই । ভালোবাসা কি থাপ্পড় মারার লাইসেন্স ?" সবার কাছেই এই প্রশ্ন রাখেন তাপসী । 'ভ্যালেন্টইনস ডে'-কে এই ভিডিয়োর মাধ্যমে 'ভায়োলেটাইন ডে'-তে পরিণত করলেন অভিনেত্রী ।

আপকামিং ছবি 'থাপ্পড়'-এর প্রচার নিয়ে এখন খুবই ব্যস্ত তাপসী । পারিবারিক হিংসাকে কেন্দ্র করে তৈরি ছবিটি । ট্রেলার মুক্তির পর একাধিক ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি । ভিডিয়োগুলিতে উঠে এসেছে থাপ্পড়ের প্রসঙ্গ । যা কোনওভাবেই সাধারণ বিষয় নয় বলে জানিয়েছেন তিনি । 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

Last Updated : Feb 16, 2020, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.