ETV Bharat / sitara

কত জোর 'থাপ্পড়'-এর ? - তাপসী পান্নুর থাপ্পড়

অনুভব সিনহা পরিচালিত 'থাপ্পড়'-এর ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন সামনে এল ।

Taapsee Pannu latest news
Taapsee Pannu latest news
author img

By

Published : Feb 29, 2020, 12:17 PM IST

মুম্বই : প্রকাশ্যে এল 'থাপ্পড়'-এর ফার্স্ট ডে কালেকশন । প্রথম দিনে ফিল্মের ঝুলিতে 3.07 কোটি টাকা ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানালেন, "সকালের দিকে একটা স্লো স্টার্ট করল থাপ্পড়..তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করল কালেকশন । স্পেশালি মেট্রো সিটি যেমন, দিল্লি, NCR-এ সন্ধ্যে ও রাতের দিকে বেশ ভালোরকম গ্রোথ হয় । তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে অনেক বেশি উপার্জন দরকার । শুক্রবারের কালেকশন 3.07 কোটি টাকা ।"

  • #Thappad - which started low in morning shows - gathered speed post noon onwards... Metros - especially #Delhi, #NCR - registered healthy growth towards evening and night shows... Occupancy should multiply on Day 2 and 3... Fri ₹ 3.07 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) February 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দর্শক ও সমালোচকদের মুখে 'থাপ্পড়' বেশ প্রশংসিত । তাপসীর অভিনয়, অনুভবের পরিচালনা, সৌমিক মুখার্জির ক্যামেরা সবকিছুই একেবারে নিখুঁত বলে মনে করছেন সবাই । লোকের মুখে এই ভালো রিভিউ ছড়িয়ে গেলে বাড়তে পারে 'থাপ্পড়'-এর কালেকশন, মনে করছেন বিশেষজ্ঞরা ।

মুম্বই : প্রকাশ্যে এল 'থাপ্পড়'-এর ফার্স্ট ডে কালেকশন । প্রথম দিনে ফিল্মের ঝুলিতে 3.07 কোটি টাকা ।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানালেন, "সকালের দিকে একটা স্লো স্টার্ট করল থাপ্পড়..তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করল কালেকশন । স্পেশালি মেট্রো সিটি যেমন, দিল্লি, NCR-এ সন্ধ্যে ও রাতের দিকে বেশ ভালোরকম গ্রোথ হয় । তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে অনেক বেশি উপার্জন দরকার । শুক্রবারের কালেকশন 3.07 কোটি টাকা ।"

  • #Thappad - which started low in morning shows - gathered speed post noon onwards... Metros - especially #Delhi, #NCR - registered healthy growth towards evening and night shows... Occupancy should multiply on Day 2 and 3... Fri ₹ 3.07 cr. #India biz.

    — taran adarsh (@taran_adarsh) February 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দর্শক ও সমালোচকদের মুখে 'থাপ্পড়' বেশ প্রশংসিত । তাপসীর অভিনয়, অনুভবের পরিচালনা, সৌমিক মুখার্জির ক্যামেরা সবকিছুই একেবারে নিখুঁত বলে মনে করছেন সবাই । লোকের মুখে এই ভালো রিভিউ ছড়িয়ে গেলে বাড়তে পারে 'থাপ্পড়'-এর কালেকশন, মনে করছেন বিশেষজ্ঞরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.