ETV Bharat / sitara

ফ্যানেদের ধন্যবাদ জানালেন বরুণ, কারণটা কী ? - বরুণ ধাওয়ানের খবর

ফ্যানেদের ধন্যবাদ জানালেন বরুণ ধাওয়ান । কিন্তু, কারণটা কী ? দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে 8 বছর পূর্ণ করলেন অভিনেতা । আর সেটা সম্ভব হয়েছে তাঁর ফ্যানেদের জন্যই ।

Varun Dhawan thanked fans
Varun Dhawan thanked fans
author img

By

Published : Oct 19, 2020, 2:11 PM IST

মুম্বই : শুরু 'দ্য স্টুডেন্ট অফ দ্য ইয়ার' দিয়ে, তারপর দেখতে 'অক্টোবর', 'বদলাপুর', 'সুই ধাগা'-র মতো একাধিক সিনেমা করতে করতে পেরিয়ে গেল 8টা বছর । তাই ফ্যানেদের ধন্যবাদ জানালেন বরুণ ।

টুইটারে ফ্যানমিটের কয়েকটি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, "জার্নি শুরু হয়েছে 8 বছর হয়ে গেল । আমায় যখন কেউ বিশ্বাস করেনি, তোমরা করেছ । যে কটি শহরে আমি গেছি, প্রত্যেকটা মনে রেখেছি । সই, চিঠি, উপহার, ট্যাটু আর সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের ভালোবাসা..সব মনে আছে আমার ।"

দেখে নিন বরুণদের পোস্ট..

Varun Dhawan thanked fans
সৌজন্যে টুইটার

বরুণকে এরপর দেখা যাবে 'কুলি নম্বর ওয়ান' ছবিতে । বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় এই প্রথমবার অভিনয় করছেন বরুণ, সঙ্গে সারা আলি খান । তবে কোরোনা পরিস্থিতির জন্য ছবিটি হলে মুক্তি না পেয়ে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে ।

মুম্বই : শুরু 'দ্য স্টুডেন্ট অফ দ্য ইয়ার' দিয়ে, তারপর দেখতে 'অক্টোবর', 'বদলাপুর', 'সুই ধাগা'-র মতো একাধিক সিনেমা করতে করতে পেরিয়ে গেল 8টা বছর । তাই ফ্যানেদের ধন্যবাদ জানালেন বরুণ ।

টুইটারে ফ্যানমিটের কয়েকটি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, "জার্নি শুরু হয়েছে 8 বছর হয়ে গেল । আমায় যখন কেউ বিশ্বাস করেনি, তোমরা করেছ । যে কটি শহরে আমি গেছি, প্রত্যেকটা মনে রেখেছি । সই, চিঠি, উপহার, ট্যাটু আর সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের ভালোবাসা..সব মনে আছে আমার ।"

দেখে নিন বরুণদের পোস্ট..

Varun Dhawan thanked fans
সৌজন্যে টুইটার

বরুণকে এরপর দেখা যাবে 'কুলি নম্বর ওয়ান' ছবিতে । বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় এই প্রথমবার অভিনয় করছেন বরুণ, সঙ্গে সারা আলি খান । তবে কোরোনা পরিস্থিতির জন্য ছবিটি হলে মুক্তি না পেয়ে OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.