ETV Bharat / sitara

থালাইভি : দেখে নিন ছবির গান ও টিজ়ার মুক্তির তারিখ - থালাইভি

বড় খবর দিল টি সিরিজ অফিসিয়াল ৷ তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই শেয়ার করে দেওয়া হল থালাইভি ছবির প্রথম গান ও টিজ়ার মুক্তির তারিখ ৷

latest news of bollywood
থালাইভি,ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
author img

By

Published : Mar 31, 2021, 8:48 PM IST

মুম্বই, 31 মার্চ : কঙ্গনা রানাওয়াতের স্বপ্নের প্রোজেক্ট থালাইভি ৷ যেটি ধীরে ধীরে এগোচ্ছে নিজের লক্ষ্যপূরণের দিকে ৷ আরও একধাপ এগিয়ে গেল ছবিটি মুক্তির পথে ৷

আজ সন্ধে বেলাতেই টি সিরিজ অফিসিয়াল দিল সুখবর ৷ ঘোষণা করে দিল থালাইভি ছবির প্রথম গান ও টিজ়ার মুক্তির তারিখ ৷ আগামী কালই প্রকাশ পাবে ছবির টিজ়ার ও 2 এপ্রিল থালাইভি ছবির প্রথম গান 'চালি চালি' মুক্তি পেতে চলেছে ৷

ইতিমধ্যেই কঙ্গনা রানাওয়াতের জন্মদিনের দিনই জয়ললিতার উপর ভিত্তি করে তৈরি এই বায়োপিকের ট্রেলার মুক্তি পেয়েছে ৷ যা দর্শকদের থেকে খুব ভাল প্রতিক্রিয়াও পেয়েছে ৷ এখন দেখা যাক, ছবির গান কতখানি হৃদয় স্পর্শ করতে পারে দর্শক-শ্রোতাদের ৷

ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু এই তিনটি ভাষাতে মুক্তি পাবে ৷ এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা ৷

মুম্বই, 31 মার্চ : কঙ্গনা রানাওয়াতের স্বপ্নের প্রোজেক্ট থালাইভি ৷ যেটি ধীরে ধীরে এগোচ্ছে নিজের লক্ষ্যপূরণের দিকে ৷ আরও একধাপ এগিয়ে গেল ছবিটি মুক্তির পথে ৷

আজ সন্ধে বেলাতেই টি সিরিজ অফিসিয়াল দিল সুখবর ৷ ঘোষণা করে দিল থালাইভি ছবির প্রথম গান ও টিজ়ার মুক্তির তারিখ ৷ আগামী কালই প্রকাশ পাবে ছবির টিজ়ার ও 2 এপ্রিল থালাইভি ছবির প্রথম গান 'চালি চালি' মুক্তি পেতে চলেছে ৷

ইতিমধ্যেই কঙ্গনা রানাওয়াতের জন্মদিনের দিনই জয়ললিতার উপর ভিত্তি করে তৈরি এই বায়োপিকের ট্রেলার মুক্তি পেয়েছে ৷ যা দর্শকদের থেকে খুব ভাল প্রতিক্রিয়াও পেয়েছে ৷ এখন দেখা যাক, ছবির গান কতখানি হৃদয় স্পর্শ করতে পারে দর্শক-শ্রোতাদের ৷

ছবিটি হিন্দি, তামিল ও তেলুগু এই তিনটি ভাষাতে মুক্তি পাবে ৷ এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.