মুম্বই : মুক্তি পেল অভিষেক শর্মার 'দা জ়োয়া ফ্যাক্টর'-র টিজ়ার । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী সোনম কাপুর ।
41 সেকেন্ডের টিজ়ারের শুরুতেই দেখা যায়, পঙ্কজ ধীর গুড লাক চার্ম 'জ়োয়া কবজ' বিক্রি করছেন । টিজ়ারটিতে 'সৌভাগ্য প্রতীক' পণ্য বিক্রির আধ্যাত্মিক বিজ্ঞাপনকে দেখানো হয়েছে । দেখানো হয়েছে, 'জ়োয়া' ভারতের প্রথম ভাগ্য়বান কবজ, যার ভাগ্য এখন বিজ্ঞানীদের হাতে ধরা পড়েছে ।
একজন হিন্দু পন্ডিতকেও টিজ়ারে 'জ়োয়া কবজ'-কে সমর্থন করতে দেখানো হয়েছে । টিজ়ারের শেষে পঙ্কজ সকলকে তাঁর ভাগ্য পরীক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
টিজ়ারে সোনালী পাড়ের নীল শাড়ি পরে দেখা গেছে সোনমকে । সঙ্গে রয়েছে ভারি গয়না । তিনি দেবী হিসেবে সব কবজে রয়েছেন ।
সোনম টিজ়ারটি সোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "আমার সাফল্যর পিছনে কোনও রহস্য নেই । এটা শুধু জ়োয়া কবজের জাদু । আপনিও নিজের সৌভাগ্যকে কল করে বুক করুন । 27 অগাস্ট ট্রেলার মুক্তি পাবে ।"
ছবিটি অনুজা চৌহানের 2008 সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি । ছবিতে সোনম ছাড়াও রয়েছেন সঞ্জয় কাপুর ।