মুম্বই : 'সড়ক 2'-এর ট্রেলার ইউটিউবের সর্বাধিক ডিসলাইক প্রাপ্ত ট্রেলার হয়ে উঠেছে । কড়া সমালোচনা হচ্ছে আলিয়া-সঞ্জয়-আদিত্য অভিনীত এই ছবির ট্রেলার নিয়ে । যদিও সমালোচনাটা শুধুমাত্র ট্রেলারের মান নিয়ে নয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুযন্ত্রণার ছাপ ফেলেছে দর্শকের প্রতিক্রিয়ায় । তবে চুপ থাকলেন না কঙ্গনা রানাওয়াত । তোপ দাগলেন আলিয়া-রণবীরের অভিনয় দক্ষতা নিয়ে ।
সোশাল মিডিয়ায় কঙ্গনার টিমের তরফ থেকে লেখা হয়েছে, "R. বালকি বলেছিলেন রণবীর-আলিয়ার মতো অভিনেতা হয় না । একটু তো লজ্জা কর । ব্রেনওয়াশ করারও একটা লিমিট থাকা দরকার ।"
এরপর আলিয়া আর রণবীরকে অপমান করে কঙ্গনা বলেন, "দু'জনেই পাপ্পু । মধ্যমেধার অভিনেতা । শুধু মাফিয়া মিডিয়ার জন্য এরা এতটা গ্লোরিফায়েড হয়, ভুয়ো অ্যাওয়ার্ড পায় । তবে এবার ওদের সময় শেষ ।"
যদিও কঙ্গনা 'রাজ়ি' দেখে আলিয়ার ভূয়সী প্রশংসা করেছিলেন, তবুও তাঁর মুখে এই কথা শুনে অবাক নেটিজেনরা ।
আলিয়া আর রণবীর দু'জনেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন । তাঁদেরও ছবি ফ্লপ করেছে এবং তারপরেও তাঁরা ফিরে এসেছেন । সেসব কি ভুলে গেছেন কঙ্গনা ? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ।