ETV Bharat / sitara

অনুরাগকে 'মিনি মহেশ ভাট' বলল টিম কঙ্গনা - অনুরাগ কাশ্যপের খবর

এবার কঙ্গনা রানাওয়াতের তোপ অনুরাগ কাশ্যপের দিকে । তাঁর টিমের টুইটার হ্যান্ডল থেকে অনুরাগকে 'মিনি মহেশ ভাট' বলা হল । বিশদে দেখে নেওয়া যাক ব্যাপারটা...

Kangna Ranaut calls Anurag kashyap Mini mahesh Bhatt
Kangna Ranaut calls Anurag kashyap Mini mahesh Bhatt
author img

By

Published : Jul 21, 2020, 6:01 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের হয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা রানাওয়াত ইন্ডাস্ট্রির অনেক ব্যক্তিত্বের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন । সুশান্তের সঙ্গে জড়িত নন এমন অনেক মানুষকেও টার্গেট করতে শুরু করেছেন অভিনেত্রী । তাপসী পান্নু, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ সহ আরও অনেকের বিরুদ্ধেই বিরুদ্ধে হাজার অভিযোগ তাঁর । এবার অনুরাগ কাশ্যপকে 'মিনি মহেশ ভাট'-এর তকমা দিল টিম কঙ্গনা রানাওয়াত ।

তবে কী কারণে এই অভিযোগ ? অনুরাগ তাঁর টুইটারে লিখেছিলেন, "আমি কঙ্গনা রানাওয়াতের টিমকে এটাই বলতে চাই যে, এবার যথেষ্ট হয়েছে । আর তোমার পরিবার আর বন্ধুবান্ধবদের উদ্দেশে বলব যে ওরা তোমায় ব্যবহার করছে আর তাই তোমার পাশে আজ কেউ নেই । এবার তুমি আমায় গালি দেবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত ।"

অনুরাগের এই কথায় বেজায় চটেছে কঙ্গনার টিম । তারও পালটা টুইট করেছে সোশাল মিডিয়ার পাতায় ।

Kangna Ranaut calls Anurag kashyap Mini mahesh Bhatt
.

তারা লিখেছেন, "এই যে মিনি মহেশ ভাট, যিনি মনে করেন যে কঙ্গনা নাকি একা, তাঁকে নাকি সবাই ব্যবহার করছেন । ইনি অ্যান্টি ন্যাশনাল, শহুরে নকশাল, যিনি সন্ত্রাসবাদীদের রক্ষা করেন, ঠিক তেমন ভাবেই মুভি মাফিয়াদের রক্ষা করছেন ।"

'মণিকর্ণিকা' রিলিজ় করার পর কঙ্গনার একটি মন্তব্য শুনে বেশ ভয় পেয়েছিলেন অনুরাগ । তাঁর অহংকার, দম্ভকে মেনে নিতে পারেননি অনুরাগ । পরিচালক টুইট করে জানিয়েছিলেন যে, এই কঙ্গনাকে তিনি চেনেন না । আর তাই তাঁর "অত্যন্ত প্রিয়" অভিনেত্রীকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছেন অনুরাগ ।

  • कल कंगना का interview देखा। एक समय में मेरी बहुत अच्छी दोस्त हुआ करती थी। मेरी हर फ़िल्म पे आके मेरा हौसला भी बढ़ाती थी। लेकिन इस नयी कंगना को मैं नहीं जानता। और अभी उसका यह डरावना इंटर्व्यू भी देखा जो मणिकर्णिका की रिलीज़ के बिलकुल बाद का है https://t.co/sl55GsO9v5

    — Anurag Kashyap (@anuragkashyap72) July 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে কঙ্গনা তাঁর কথা শোনার বদলে তাঁকে অপদস্ত করতেই ব্যস্ত । এই লড়াই খুব তাড়াতাড়ি শেষ হওয়ার নয়, মনে করছে নেটিজেনরা ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের হয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা রানাওয়াত ইন্ডাস্ট্রির অনেক ব্যক্তিত্বের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন । সুশান্তের সঙ্গে জড়িত নন এমন অনেক মানুষকেও টার্গেট করতে শুরু করেছেন অভিনেত্রী । তাপসী পান্নু, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ সহ আরও অনেকের বিরুদ্ধেই বিরুদ্ধে হাজার অভিযোগ তাঁর । এবার অনুরাগ কাশ্যপকে 'মিনি মহেশ ভাট'-এর তকমা দিল টিম কঙ্গনা রানাওয়াত ।

তবে কী কারণে এই অভিযোগ ? অনুরাগ তাঁর টুইটারে লিখেছিলেন, "আমি কঙ্গনা রানাওয়াতের টিমকে এটাই বলতে চাই যে, এবার যথেষ্ট হয়েছে । আর তোমার পরিবার আর বন্ধুবান্ধবদের উদ্দেশে বলব যে ওরা তোমায় ব্যবহার করছে আর তাই তোমার পাশে আজ কেউ নেই । এবার তুমি আমায় গালি দেবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত ।"

অনুরাগের এই কথায় বেজায় চটেছে কঙ্গনার টিম । তারও পালটা টুইট করেছে সোশাল মিডিয়ার পাতায় ।

Kangna Ranaut calls Anurag kashyap Mini mahesh Bhatt
.

তারা লিখেছেন, "এই যে মিনি মহেশ ভাট, যিনি মনে করেন যে কঙ্গনা নাকি একা, তাঁকে নাকি সবাই ব্যবহার করছেন । ইনি অ্যান্টি ন্যাশনাল, শহুরে নকশাল, যিনি সন্ত্রাসবাদীদের রক্ষা করেন, ঠিক তেমন ভাবেই মুভি মাফিয়াদের রক্ষা করছেন ।"

'মণিকর্ণিকা' রিলিজ় করার পর কঙ্গনার একটি মন্তব্য শুনে বেশ ভয় পেয়েছিলেন অনুরাগ । তাঁর অহংকার, দম্ভকে মেনে নিতে পারেননি অনুরাগ । পরিচালক টুইট করে জানিয়েছিলেন যে, এই কঙ্গনাকে তিনি চেনেন না । আর তাই তাঁর "অত্যন্ত প্রিয়" অভিনেত্রীকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছেন অনুরাগ ।

  • कल कंगना का interview देखा। एक समय में मेरी बहुत अच्छी दोस्त हुआ करती थी। मेरी हर फ़िल्म पे आके मेरा हौसला भी बढ़ाती थी। लेकिन इस नयी कंगना को मैं नहीं जानता। और अभी उसका यह डरावना इंटर्व्यू भी देखा जो मणिकर्णिका की रिलीज़ के बिलकुल बाद का है https://t.co/sl55GsO9v5

    — Anurag Kashyap (@anuragkashyap72) July 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে কঙ্গনা তাঁর কথা শোনার বদলে তাঁকে অপদস্ত করতেই ব্যস্ত । এই লড়াই খুব তাড়াতাড়ি শেষ হওয়ার নয়, মনে করছে নেটিজেনরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.