মুম্বই : নতুন সদস্য এল তারা সুতারিয়ার পরিবারে । তবে এই সদস্য আসলে অভিনেত্রীর চারপেয়ে পোষ্য । আর নাম রেখেছেন 'বেইলে'।
ইনস্টাগ্রামে পোষ্যর ছবি পোস্ট করেন তারা । সেখানে উপরের দিকে মুখ করে মেঝের উপর বসে থাকতে দেখা গিয়েছে বেইলেকে । এই ছবি বোন পিয়া সুতারিয়া ও রিউমর্ড বয়ফ্রেন্ড আদার জৈনকে ট্যাগ করেন তারা । ছবির ক্যাপশনে লেখেন, "বেবি বেইলে তোমাকে স্বাগত জানাই বাড়িতে !!!"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
2010 সালে শিশু অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তারা । 'দা সুট লাইফ অফ করণ অ্যান্ড কবির' ও 'ওয়ে জ্যাসি'-র মতো শোতেও দেখা গিয়েছে তাঁকে ।
অভিনেত্রী হওয়ার পাশাপাশি তারা একজন গায়িকাও । 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি । এরপর 'মরজাওয়াঁ' অ্যাকশন ছবিতেও অভিনয় করেন । সেখানে সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় তাঁকে ।
এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে 'তরপ' এবং 'এক ভিলেন 2'-এর মতো ছবি । তেলুগু ছবি 'আরএক্স 100'-এর রিমেক 'তরপ'। সেখানে সুনীল শেট্টির ছেলে অহানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখবেন অহান । মোহিত সুরির 'এক ভিলেন 2'-তে জন আব্রাহাম, দিশা পাটানি এবং আদিত্য রায় কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তারা ।