মুম্বই : 'এক ভিলেন'-এর সিকুয়েলে যোগ দিলেন তারা সুতারিয়া । আদিত্য রয় কাপুর ও জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । রয়েছেন দিশা পাটানিও । ছবির নাম 'এক ভিলেন 2'।
2014 সালে মুক্তি পায় 'এক ভিলেন'। সে সময় যথেষ্ট সাফল্য পায় ছবিটি । ওই সময় দাঁড়িয়ে বক্স অফিসে 100 কোটির ব্যবসা করে এই ছবি । তারপরই এর সিকুয়েল তৈরির কথা চিন্তা করেন পরিচালক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মলহোত্রা ও রীতেশ দেশমুখ । সিদ্ধার্থের স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে । আর সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেন রীতেশ দেশমুখ । তবে সিকুয়েলে দেখা যাবে একেবারে নতুন মুখ । সিকুয়েলের মুখ্য চরিত্রে দেখা যাবে জন আব্রাহাম, আদিত্য রয় কাপুর, তারা সুতারিয়া ও দিশা পাটানিকে ।
করণ জোহারের 'স্টুডেন্ট অফ দা ইয়ার 2' ছবিতে অভিনয়ের মাধ্যমে ডেবিউ করেছিলেন তারা সুতারিয়া । সেখানে একজন গায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি ।
-
IT’S OFFICIAL... #JohnAbraham, #AdityaRoyKapoor, #DishaPatani and #TaraSutaria in #EkVillain sequel, titled #EkVillain2... Directed by Mohit Suri... Produced by Ekta Kapoor and Bhushan Kumar... 8 Jan 2021 release.
— taran adarsh (@taran_adarsh) March 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">IT’S OFFICIAL... #JohnAbraham, #AdityaRoyKapoor, #DishaPatani and #TaraSutaria in #EkVillain sequel, titled #EkVillain2... Directed by Mohit Suri... Produced by Ekta Kapoor and Bhushan Kumar... 8 Jan 2021 release.
— taran adarsh (@taran_adarsh) March 11, 2020IT’S OFFICIAL... #JohnAbraham, #AdityaRoyKapoor, #DishaPatani and #TaraSutaria in #EkVillain sequel, titled #EkVillain2... Directed by Mohit Suri... Produced by Ekta Kapoor and Bhushan Kumar... 8 Jan 2021 release.
— taran adarsh (@taran_adarsh) March 11, 2020
অনেক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে কোনও সিকুয়েল তৈরি করতে চলেছেন মোহিত সুরি । তবে সেটা 'এক ভিলেন' না 'আশিকি ৩' তা বোঝা যাচ্ছিল না । জানুয়ারির শুরুর দিকে বিষয়টি খোলসা করেন পরিচালক মোহিত সুরি নিজেই । ছবি ঘোষণার সঙ্গে সঙ্গে পরিচালক জানান দুই অভিনেতার পাশাপাশি ছবিতে দেখা যাবে দু'জন অভিনেত্রীকেও । তারপর একে একে সবার নাম ঘোষণা করেন পরিচালক ।
তবে প্রথম ছবির থেকে সিকুয়েলের গল্প একেবারেই আলাদা । সিকুয়েলে জন ও আদিত্য দু'জনকেই ভিলেনের চরিত্রে দেখা যাবে । যদিও গল্প নিয়ে খুব বেশি কিছু খোলসা করেননি পরিচালক । ভূষণ কুমার ও একতা কাপুর প্রযোজিত এই ছবির শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝিতে । সব ঠিক থাকলে 2021 সালের 8 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।