ETV Bharat / sitara

এবার তনুশ্রীর নিশানায় আমির

বলিউডে MeToo মুভমেন্টের সূচনা করেছিলেন তনুশ্রী দত্ত। সেই মুভমেন্টে নাম উঠেছিল পরিচালক সুভাষ কাপুরের। আর সুভাষ কাপুরের পরিচালনায় 'মোগুল' ছবিতে অভিনয় করছেন আমির। তাই তনুশ্রীর নিশানায় এবার আমির।

Tanushree Dutta slams Aamir Khan
author img

By

Published : Sep 21, 2019, 5:08 PM IST

মুম্বই : MeToo মুভমেন্টে নাম জড়ানোর পরে সুভাষের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছিলেন আমির। সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর সিদ্ধান্ত জানিয়ে। কিন্তু, সম্প্রতি সিদ্ধান্তে বদল করেছেন আমির। আর সেই কারণেই তাঁর উপর চটেছেন তনুশ্রী।

এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, "আমিরের মতো মানুষ, যাঁদের কাছে এই সমাজকে বদলানোর সমস্ত ক্ষমতা রয়েছে, তাঁদের কখনই যৌন হেনস্থায় অভিযুক্তদের পাশে থাকা উচিত নয়।"

আরও পড়ুন : সিদ্ধান্ত বদলে 'মোগুল'-এ সুভাষ কাপুরের সঙ্গে কাজ করছেন আমির

তনুশ্রী আরও বলেন যে, বলিউড ইন্ডাস্ট্রি হিপোক্রিটে ভরতি। তারা ইন্ডাস্ট্রির কোনও পরিবর্তন চান না। কিন্তু, জনতা খুবই স্মার্ট। কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝতে তাদের সময় লাগে না।

'জলি LLB'-র মতো ছবি পরিচালনা করেছেন সুভাষ কাপুর। তাঁর পরিচালিত গুলশন কুমারের বায়োপিক 'মোগুল'-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে আমির খানকে।

মুম্বই : MeToo মুভমেন্টে নাম জড়ানোর পরে সুভাষের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছিলেন আমির। সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর সিদ্ধান্ত জানিয়ে। কিন্তু, সম্প্রতি সিদ্ধান্তে বদল করেছেন আমির। আর সেই কারণেই তাঁর উপর চটেছেন তনুশ্রী।

এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, "আমিরের মতো মানুষ, যাঁদের কাছে এই সমাজকে বদলানোর সমস্ত ক্ষমতা রয়েছে, তাঁদের কখনই যৌন হেনস্থায় অভিযুক্তদের পাশে থাকা উচিত নয়।"

আরও পড়ুন : সিদ্ধান্ত বদলে 'মোগুল'-এ সুভাষ কাপুরের সঙ্গে কাজ করছেন আমির

তনুশ্রী আরও বলেন যে, বলিউড ইন্ডাস্ট্রি হিপোক্রিটে ভরতি। তারা ইন্ডাস্ট্রির কোনও পরিবর্তন চান না। কিন্তু, জনতা খুবই স্মার্ট। কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝতে তাদের সময় লাগে না।

'জলি LLB'-র মতো ছবি পরিচালনা করেছেন সুভাষ কাপুর। তাঁর পরিচালিত গুলশন কুমারের বায়োপিক 'মোগুল'-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে আমির খানকে।

Intro:Body:

এবার তনুশ্রীর নিশানায় আমির



বলিউডে MeToo মুভমেন্টের সূচনা করেছিলেন তনুশ্রী দত্ত। সেই মুভমেন্টে নাম উঠেছিল পরিচালক সুভাষ কাপুরের। আর সুভাষ কাপুরের পরিচালনায় 'মোগুল' ছবিতে অভিনয় করছেন আমির। তাই তনুশ্রীর নিশানায় এবার আমির।



মুম্বই : MeToo মুভমেন্টে নাম জড়ানোর পরে সুভাষের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছিলেন আমির। সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর সিদ্ধান্ত জানিয়ে। কিন্তু, সম্প্রতি সিদ্ধান্তে বদল করেছেন আমির। আর সেই কারণেই তাঁর উপর চটেছেন তনুশ্রী।



এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, "আমিরের মতো মানুষ, যাঁদের কাছে এই সমাজকে বদলানোর সমস্ত ক্ষমতা রয়েছে, তাঁদের কখনই যৌন হেনস্থায় অভিযুক্তদের পাশে থাকা উচিত নয়।"



তনুশ্রী আরও বলেন যে, বলিউড ইন্ডাস্ট্রি হিপোক্রিটে ভরতি। তারা ইন্ডাস্ট্রির কোনও পরিবর্তন চান না। কিন্তু, জনতা খুবই স্মার্ট। কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝতে তাদের সময় লাগে না।



'জলি LLB'-র মতো ছবি পরিচালনা করেছেন সুভাষ কাপুর। তাঁর পরিচালিত গুলশন কুমারের বায়োপিক 'মোগুল'-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে আমির খানকে। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.