মুম্বই : MeToo মুভমেন্টে নাম জড়ানোর পরে সুভাষের সঙ্গে কাজ করবেন না বলে জানিয়েছিলেন আমির। সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁর সিদ্ধান্ত জানিয়ে। কিন্তু, সম্প্রতি সিদ্ধান্তে বদল করেছেন আমির। আর সেই কারণেই তাঁর উপর চটেছেন তনুশ্রী।
এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, "আমিরের মতো মানুষ, যাঁদের কাছে এই সমাজকে বদলানোর সমস্ত ক্ষমতা রয়েছে, তাঁদের কখনই যৌন হেনস্থায় অভিযুক্তদের পাশে থাকা উচিত নয়।"
আরও পড়ুন : সিদ্ধান্ত বদলে 'মোগুল'-এ সুভাষ কাপুরের সঙ্গে কাজ করছেন আমির
তনুশ্রী আরও বলেন যে, বলিউড ইন্ডাস্ট্রি হিপোক্রিটে ভরতি। তারা ইন্ডাস্ট্রির কোনও পরিবর্তন চান না। কিন্তু, জনতা খুবই স্মার্ট। কোনটা ঠিক কোনটা ভুল এটা বুঝতে তাদের সময় লাগে না।
'জলি LLB'-র মতো ছবি পরিচালনা করেছেন সুভাষ কাপুর। তাঁর পরিচালিত গুলশন কুমারের বায়োপিক 'মোগুল'-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে আমির খানকে।