সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কঙ্গনার প্রসঙ্গে তনুশ্রী বলেন, "কঙ্গনা রানাওয়াত প্রকৃত অর্থে 'A প্লাস প্লাস' লিস্টার। অতিরিক্ত প্লাস কেন, কারণ কোনও বড় পদবী ছাড়া বা কোনও সুপারিশ ছাড়াই কঙ্গনা খানদের বিপরীতে নিজের পা জমিয়েছেন বলিউডে।"
তনুশ্রী আরও বলেন, "পাওয়ার হাউজ় পারফরমেন্স ছাড়াও কঙ্গনা একটা উদাহরণ ওর নিজস্বতার জন্য।"
গতবছর দেশে ফিরে নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তনুশ্রী। সেই থেকেই বিতর্কে ছিলেন তিনি। তনুশ্রীর পাশে দাঁড়িয়ে কঙ্গনাও MeToo নিয়ে একাধিক কথা বলেছেন। তনুশ্রী কঙ্গনার ছবি 'মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসি'-র প্রশংসাও করেন।