ETV Bharat / sitara

খানদের বিপরীতে দাঁড়ানোর ক্ষমতা একমাত্র কঙ্গনারই আছে, বলছেন তনুশ্রী

'মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসি'-র মুক্তির পর বলিউডের কেউ পাশে দাঁড়াননি। এই অভিযোগ করে বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত। এবার কঙ্গনার পাশে দাঁড়ালেন তনুশ্রী দত্ত। বললেন, কঙ্গনা প্রকৃত অর্থে 'A প্লাস প্লাস' লিস্টার। আর খানদের বিপরীতে দাঁড়ানোর মতো ক্ষমতা একমাত্র কঙ্গনারই আছে।

তনুশ্রী-কঙ্গনা
author img

By

Published : Feb 11, 2019, 6:09 PM IST

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কঙ্গনার প্রসঙ্গে তনুশ্রী বলেন, "কঙ্গনা রানাওয়াত প্রকৃত অর্থে 'A প্লাস প্লাস' লিস্টার। অতিরিক্ত প্লাস কেন, কারণ কোনও বড় পদবী ছাড়া বা কোনও সুপারিশ ছাড়াই কঙ্গনা খানদের বিপরীতে নিজের পা জমিয়েছেন বলিউডে।"

তনুশ্রী আরও বলেন, "পাওয়ার হাউজ় পারফরমেন্স ছাড়াও কঙ্গনা একটা উদাহরণ ওর নিজস্বতার জন্য।"

গতবছর দেশে ফিরে নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তনুশ্রী। সেই থেকেই বিতর্কে ছিলেন তিনি। তনুশ্রীর পাশে দাঁড়িয়ে কঙ্গনাও MeToo নিয়ে একাধিক কথা বলেছেন। তনুশ্রী কঙ্গনার ছবি 'মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসি'-র প্রশংসাও করেন।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে কঙ্গনার প্রসঙ্গে তনুশ্রী বলেন, "কঙ্গনা রানাওয়াত প্রকৃত অর্থে 'A প্লাস প্লাস' লিস্টার। অতিরিক্ত প্লাস কেন, কারণ কোনও বড় পদবী ছাড়া বা কোনও সুপারিশ ছাড়াই কঙ্গনা খানদের বিপরীতে নিজের পা জমিয়েছেন বলিউডে।"

তনুশ্রী আরও বলেন, "পাওয়ার হাউজ় পারফরমেন্স ছাড়াও কঙ্গনা একটা উদাহরণ ওর নিজস্বতার জন্য।"

গতবছর দেশে ফিরে নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তনুশ্রী। সেই থেকেই বিতর্কে ছিলেন তিনি। তনুশ্রীর পাশে দাঁড়িয়ে কঙ্গনাও MeToo নিয়ে একাধিক কথা বলেছেন। তনুশ্রী কঙ্গনার ছবি 'মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসি'-র প্রশংসাও করেন।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.