ETV Bharat / sitara

মুক্তি পেল 'তনহাজি'-র ট্রেলার, নজর কাড়লেন অজয়-কাজল-সইফ - অজয় দেবগন

দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল 'তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার'-এর ট্রেলার। মুহূর্তে লক্ষাধিক ভিউ।

Tanhaji trailer
author img

By

Published : Nov 19, 2019, 4:00 PM IST

মুম্বই : মুক্তি পেল ওম রাউত পরিচালিত 'তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার'-এর ট্রেলার। মুঘল সাম্রাজ্যের উপর অতর্কিতে মারাঠা শক্তির হামলাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।

Tanhaji trailer
.

মারাঠী যোদ্ধা লেজেন্ডারি তানহাজি মালুসরের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সেই চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে সইফ আলি খান। অজয় দেবগনের স্ত্রী সাবিত্রীবাইয়ের চরিত্রে রয়েছেন কাজল। অনেকদিন পর অজয় আর কাজলকে দেখা গেল স্বামী-স্ত্রীর চরিত্রে। সেটা অবশ্যই সিনেপ্রেমীদের কাছে একটা ট্রিট।

অজয় এই ছবির অন্যতম প্রযোজকও বটে। ছবিটি মুক্তি পাবে ৩D-তে। 2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে 'তনহাজি'। দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : মুক্তি পেল ওম রাউত পরিচালিত 'তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার'-এর ট্রেলার। মুঘল সাম্রাজ্যের উপর অতর্কিতে মারাঠা শক্তির হামলাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।

Tanhaji trailer
.

মারাঠী যোদ্ধা লেজেন্ডারি তানহাজি মালুসরের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সেই চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে সইফ আলি খান। অজয় দেবগনের স্ত্রী সাবিত্রীবাইয়ের চরিত্রে রয়েছেন কাজল। অনেকদিন পর অজয় আর কাজলকে দেখা গেল স্বামী-স্ত্রীর চরিত্রে। সেটা অবশ্যই সিনেপ্রেমীদের কাছে একটা ট্রিট।

অজয় এই ছবির অন্যতম প্রযোজকও বটে। ছবিটি মুক্তি পাবে ৩D-তে। 2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে 'তনহাজি'। দেখে নিন ট্রেলার..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

মুক্তি পেল 'তনহাজি'-র ট্রেলার, নজর কাড়লেন অজয়-কাজল-সইফ



দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেল 'তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার'-এর ট্রেলার। মুহূর্তে লক্ষাধিক ভিউ।



মুম্বই : মুক্তি পেল ওম রাউত পরিচালিত 'তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার'-এর ট্রেলার। মুঘল সাম্রাজ্যের উপর অতর্কিতে মারাঠা শক্তির হামলাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।



মারাঠী যোদ্ধা লেজেন্ডারি তানহাজি মালুসরের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সেই চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে সইফ আলি খান। অজয় দেবগনের স্ত্রী সাবিত্রীবাইয়ের চরিত্রে রয়েছেন কাজল। অনেকদিন পর অজয় আর কাজলকে দেখা গেল স্বামী-স্ত্রীর চরিত্রে। সেটা অবশ্যই সিনেপ্রেমীদের কাছে একটা ট্রিট।



অজয় এই ছবির অন্যতম প্রযোজকও বটে। ছবিটি মুক্তি পাবে ৩D-তে। 2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে 'তনহাজি'। দেখে নিন ট্রেলার..






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.