ETV Bharat / sitara

সইফের সঙ্গে অজয়ের লড়াই 'তানাজি'-র দ্বিতীয় ট্রেলারে - তানহাজি দা আনসাঙ্গ ওয়ারিয়র

মুক্তি পেল তানহাজি দা আনসাং ওয়ারিয়রের দ্বিতীয় ট্রেলার । ট্রেলারে দেশের জন্য লড়াই করতে দেখা গেছে অজয় দেবগনকে ।

gf
gh
author img

By

Published : Dec 16, 2019, 11:06 PM IST

মুম্বই : মুক্তি পেল 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'-এর দ্বিতীয় ট্রেলার । ট্রেলারে দেশের জন্য লড়াই করতে দেখা গেছে অজয় দেবগনকে । এছাড়াও রয়েছেন কাজল ও সইফ আলি খান ।

ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান । পরিচালনায় ওম রাউত ।

ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে অজয় বলেন, "আমরা একটা সিরিজ় তৈরি করতে চাই । যেখানে শুধু যোদ্ধাদের কথা বলা হবে না, সাধারণ মানুষের কথাও বলা হবে । যাঁদের গল্প অনুপ্রেরণা জোগাবে । এই সিরিজ়ে প্রথম তানাজি । শুধু রাজ্যেরই নন, ইনি জাতীয় হিরো । কিন্তু, ইতিহাস বইতে তাঁর সম্পর্কে শুধু একটা প্যারাগ্রাফ রয়েছে । আমরা চাই মানুষ যাতে তাঁর সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারেন ।"

প্রায় তিন মিনিটের এই দ্বিতীয় ট্রেলারে অজয়ের সঙ্গে লড়াই করতে দেখা গেছে সইফকে । এছাড়া কাজলের চরিত্র সাবিত্রীবাই মালুসারে খুবই গুরুত্বপূর্ণ । সর্বদা স্বামীর পাশে থাকতেন তিনি । এমনকী, যুদ্ধেও তাঁকে সাহায্য করতেন । স্বামী যুদ্ধ করতে গেলে দুর্গ সামলাতেন স্ত্রী ।

ট্রেলারটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অজয় । ক্যাপশনে লেখেন, "4 ফেব্রুয়ারি 1670 : একটা যুদ্ধ যা গোটা বিশ্বকে দমিয়ে রেখেছিল । সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন ।"

এর আগে 19 নভেম্বর মুক্তি পায় ছবির প্রথম ট্রেলার । 2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : মুক্তি পেল 'তানাজি : দা আনসাঙ্গ ওয়ারিয়র'-এর দ্বিতীয় ট্রেলার । ট্রেলারে দেশের জন্য লড়াই করতে দেখা গেছে অজয় দেবগনকে । এছাড়াও রয়েছেন কাজল ও সইফ আলি খান ।

ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে । অন্যদিকে প্রতিপক্ষ উদয়ভানের চরিত্রে রয়েছেন সইফ আলি খান । পরিচালনায় ওম রাউত ।

ছবি প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে অজয় বলেন, "আমরা একটা সিরিজ় তৈরি করতে চাই । যেখানে শুধু যোদ্ধাদের কথা বলা হবে না, সাধারণ মানুষের কথাও বলা হবে । যাঁদের গল্প অনুপ্রেরণা জোগাবে । এই সিরিজ়ে প্রথম তানাজি । শুধু রাজ্যেরই নন, ইনি জাতীয় হিরো । কিন্তু, ইতিহাস বইতে তাঁর সম্পর্কে শুধু একটা প্যারাগ্রাফ রয়েছে । আমরা চাই মানুষ যাতে তাঁর সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারেন ।"

প্রায় তিন মিনিটের এই দ্বিতীয় ট্রেলারে অজয়ের সঙ্গে লড়াই করতে দেখা গেছে সইফকে । এছাড়া কাজলের চরিত্র সাবিত্রীবাই মালুসারে খুবই গুরুত্বপূর্ণ । সর্বদা স্বামীর পাশে থাকতেন তিনি । এমনকী, যুদ্ধেও তাঁকে সাহায্য করতেন । স্বামী যুদ্ধ করতে গেলে দুর্গ সামলাতেন স্ত্রী ।

ট্রেলারটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অজয় । ক্যাপশনে লেখেন, "4 ফেব্রুয়ারি 1670 : একটা যুদ্ধ যা গোটা বিশ্বকে দমিয়ে রেখেছিল । সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন ।"

এর আগে 19 নভেম্বর মুক্তি পায় ছবির প্রথম ট্রেলার । 2020 সালের 10 জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.