মুম্বই : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । তারপরই দাদা হবে তইমুর আলি খান । একথা অবশ্য সবারই জানা । কিন্তু, এর মধ্যে তইমুরের কোলে এক সদ্যোজাতর ছবি দেখে কিছুটা হলেও অবাক হয়ে যান করিনা কাপুর খানের অনুরাগীরা । অনেকেই ভাবতে শুরু করেছিলেন, হয়তো দ্বিতীয়বারের জন্য মা হয়েই গিয়েছেন করিনা । তবে সেটা একেবারেই ঠিক নয় । তাহলে সত্যিটা কী ?
আসলে ওই সদ্যোজাত করিনার বান্ধবীর সন্তান । দাদা হলে কী কী দায়িত্ব পালন করতে হবে সেটা এখন থেকেই রপ্ত করছে তইমুর । আর তাই সদ্যোজাতকে কোলে নিয়ে তার মুখে হাসি আর ধরছে না ।
![sdf](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/124618060_1289118098113702_1780530315620066124_n_1211newsroom_1605199887_756.jpg)
দিওয়ালি আসতে কটা দিন বাকি থাকলেও ফেস্টিভ মুডে রয়েছেন বেবো । বন্ধু ও পরিবারের সঙ্গে দিওয়ালি পার্টি করতে শুরু করে দিয়েছেন তিনি । আর দিওয়ালি উপলক্ষ্যেই সম্প্রতি বান্ধবী নয়না শাওনের বাড়িতে যান বেবো । নয়নার কন্যা সন্তানকে দেখতে যান তিনি । আর সেই ফাঁকেই একরত্তির সঙ্গে খেলায় মেতে উঠতে দেখা যায় তইমুরকে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে দিওয়ালিটা ধর্মশালায় কাটাবেন বলে ঠিক করেছেন করিনা ও সইফ । আসলে আপকামিং ছবির শুটিংয়ের জন্য সইফ এখন সেখানেই রয়েছেন । কয়েকদিনের মধ্যেই তইমুরকে নিয়ে সেখানে পৌঁছে যাবেন করিনাও । এ প্রসঙ্গে বেবো বলেন, "এই বছরের দিওয়ালিটা পাহাড়ের কোলে, মুক্ত হাওয়া আর সূর্যের আলোয় কাটাব আমরা । এই বছর অনেকটা সময় আমরা সবাই ঘরে বন্দী থেকেছি । তাই ধর্মশালায় একটা দারুণ সময় কাটানোর পরিকল্পনা রয়েছে আমাদের ।"
কাজের দিক থেকে 'লাল সিং চাড্ডা'-তে দেখা যাবে করিনাকে । সেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । মাত্র কয়েকদিন আগে দিল্লিতে শুটিংয়ের কাজ শেষ করেছেন বেবো । একটি ছবি পোস্ট করে সেকথা অনুরাগীদের জানিয়েছিলেন তিনি ।