ETV Bharat / sitara

'6 ফুট দূর', লকডাউনের মাঝে গল্প লিখলেন তাহিরা

author img

By

Published : Apr 4, 2020, 1:21 PM IST

লকডাউনে সবকিছু থেমে থাকলেও লেখিকার কল্পনা থেমে থাকতে পারে না । সে নিজের খেয়ালে নিজের মতো করে চলতে থাকে । তাহিরা কাশ্যপ একজন লেখিকা । এই লকডাউনের মাঝে তিনিও একটি সুন্দর গল্প লিখলেন । শেয়ার করলেন সোশাল মিডিয়ায় । গল্পের নাম '6 ফুট দূর' ।

tahira kashyap writes story
tahira kashyap writes story

মুম্বই : আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ শুধুমাত্র বিখ্যাত স্বামীর বিখ্যাত স্ত্রী হয়েই থাকতে চাননি । তিনি বারে বারে প্রমাণ করেছেন তাঁর প্রতিভা, তাঁর জোরালো কল্পনাশক্তি । এই লকডাউনের মাঝে নিজের সেই কল্পনাকে কাজে লাগিয়ে এক ছোটোগল্প লিখলেন তাহিরা, এই গৃহবন্দি অচল অবস্থার একটা সুন্দর দিক ফুটিয়ে তুললেন গল্পে । নাম দিলেন '6 ফুট দূর' ।

শুধু একটা গল্পই নয়, 'দ্য লকডাউন টেলস' নাম দিয়ে ছোটোগল্পের একটা সিরিজ় করবেন তাহিরা । যদিও এমন কিছু করার কোনও পূর্ব পরিকল্পনা ছিল না তাঁর, তবুও এমন একটা সময়ে জীবনের পজ়িটিভ দিকগুলোকে ফুটিয়ে তুলতে, মানুষের স্পিরিটটাকে বাঁচিয়ে রাখতে এটুকু তো তিনি করতেই পারেন, জানিয়েছেন তাহিরা ।

tahira kashyap writes story
ভালো ছবিও আঁকেন তাহিরা..

PTI-কে তাহিরা জানিয়েছেন, "রান্না, ছবি আঁকা ছাড়াও গল্প লেখাটা আমার কাছে খুব ন্যাচরালি আসে । চারপাশের মানুষদের দেখে এই গল্পগুলো আমার মাথায় আসতে থাকে । এই মুহূর্তের মানসিকতা ও অনেকটা কল্পনাশক্তি মিলিয়ে আমার এই সিরিজ় ।"

এই সিরিজ়ে কতগুলো গল্প থাকবে, সেটা নিজেই জানেন না তিনি । PTI-কে তাহিরা জানিয়েছেন, "দু'টোর বেশি গল্প থাকবে এটুকু জানি, কারণ ওই ক'টা লেখা আছে আমার । তবে যেদিন আমার মনে হবে যে, আমি আর কিছু শেয়ার করতে চাই না, আমি অন্য কিছু করতে চাই, সেদিন আমি সেটাই করব । আপাতত খুব স্বতঃস্ফূর্ত ভাবেই আসছে ব্যাপারটা ।"

শুনে নিন 'দ্য লকডাউন টেলস'-এর প্রথম গল্প...

মুম্বই : আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ শুধুমাত্র বিখ্যাত স্বামীর বিখ্যাত স্ত্রী হয়েই থাকতে চাননি । তিনি বারে বারে প্রমাণ করেছেন তাঁর প্রতিভা, তাঁর জোরালো কল্পনাশক্তি । এই লকডাউনের মাঝে নিজের সেই কল্পনাকে কাজে লাগিয়ে এক ছোটোগল্প লিখলেন তাহিরা, এই গৃহবন্দি অচল অবস্থার একটা সুন্দর দিক ফুটিয়ে তুললেন গল্পে । নাম দিলেন '6 ফুট দূর' ।

শুধু একটা গল্পই নয়, 'দ্য লকডাউন টেলস' নাম দিয়ে ছোটোগল্পের একটা সিরিজ় করবেন তাহিরা । যদিও এমন কিছু করার কোনও পূর্ব পরিকল্পনা ছিল না তাঁর, তবুও এমন একটা সময়ে জীবনের পজ়িটিভ দিকগুলোকে ফুটিয়ে তুলতে, মানুষের স্পিরিটটাকে বাঁচিয়ে রাখতে এটুকু তো তিনি করতেই পারেন, জানিয়েছেন তাহিরা ।

tahira kashyap writes story
ভালো ছবিও আঁকেন তাহিরা..

PTI-কে তাহিরা জানিয়েছেন, "রান্না, ছবি আঁকা ছাড়াও গল্প লেখাটা আমার কাছে খুব ন্যাচরালি আসে । চারপাশের মানুষদের দেখে এই গল্পগুলো আমার মাথায় আসতে থাকে । এই মুহূর্তের মানসিকতা ও অনেকটা কল্পনাশক্তি মিলিয়ে আমার এই সিরিজ় ।"

এই সিরিজ়ে কতগুলো গল্প থাকবে, সেটা নিজেই জানেন না তিনি । PTI-কে তাহিরা জানিয়েছেন, "দু'টোর বেশি গল্প থাকবে এটুকু জানি, কারণ ওই ক'টা লেখা আছে আমার । তবে যেদিন আমার মনে হবে যে, আমি আর কিছু শেয়ার করতে চাই না, আমি অন্য কিছু করতে চাই, সেদিন আমি সেটাই করব । আপাতত খুব স্বতঃস্ফূর্ত ভাবেই আসছে ব্যাপারটা ।"

শুনে নিন 'দ্য লকডাউন টেলস'-এর প্রথম গল্প...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.