ETV Bharat / sitara

ছেলেমেয়েরা কবে স্কুল যাবে ? দিন গুনছেন মনমরা তাহিরা - AYushmann khurrana latest news

ছেলেমেয়েরা স্কুলে গেলে যেন বাঁচেন তাহিরা কাশ্যপ । সোশাল মিডিয়ায় প্রকাশ করলেন বিরক্তি ।

tahira kashyap kidds school
tahira kashyap kidds school
author img

By

Published : Apr 17, 2020, 8:49 PM IST

মুম্বই : লকডাউনের ফলে বাড়িতেই রয়েছে খুরানা পরিবার । অর্থাৎ আয়ুষ্মান, তাহিরা আর তাঁদের দুই ছানা...কিন্তু, ছেলেমেয়েকে এতক্ষণ সময় বাড়িতে ধরে রাখা একটু মুশকিল । বরং স্কুলে গেলেই অনেকটা নিশ্চিন্ত হতে পারেন মা তাহিরা ।

সোশাল মিডিয়ায় তাহিরা একটি ছবি পোস্ট করেছেন । সেখানে ছেলে বিরাজবীর আর মেয়ে বরুষ্কা খুনসুঁটি করছে চুটিয়ে । ক্যাপশনে তাহিরা লিখেছেন, "বাচ্চারা আনন্দ দেয়, ঠিকই, তবে ইউনিফর্ম পরা বাচ্চারা মায়েদের কাছে আরও বেশি আনন্দের । কবে খুলবে স্কুল ? কবে আসবে সেই দিনটা ?" হতাশ মুখের দু'টো ইমোজিও দিয়েছেন তাহিরা ।

এই পোস্টের নিচে আবার একতা কাপুরের মজার প্রতিক্রিয়া, "আমার ছেলে একদিনের জন্য প্লে-স্কুল গেছিল, আর প্লে-স্কুলটা বন্ধ হয়ে যায় ।"

অন্যদিকে ভূমি পেদনকরের বেশ কিউট লেগেছে এই দুই খুদের ছবি । লিখেছেন, "সো কিউট" ।

দেখে নিন তাহিরার পোস্ট...

মুম্বই : লকডাউনের ফলে বাড়িতেই রয়েছে খুরানা পরিবার । অর্থাৎ আয়ুষ্মান, তাহিরা আর তাঁদের দুই ছানা...কিন্তু, ছেলেমেয়েকে এতক্ষণ সময় বাড়িতে ধরে রাখা একটু মুশকিল । বরং স্কুলে গেলেই অনেকটা নিশ্চিন্ত হতে পারেন মা তাহিরা ।

সোশাল মিডিয়ায় তাহিরা একটি ছবি পোস্ট করেছেন । সেখানে ছেলে বিরাজবীর আর মেয়ে বরুষ্কা খুনসুঁটি করছে চুটিয়ে । ক্যাপশনে তাহিরা লিখেছেন, "বাচ্চারা আনন্দ দেয়, ঠিকই, তবে ইউনিফর্ম পরা বাচ্চারা মায়েদের কাছে আরও বেশি আনন্দের । কবে খুলবে স্কুল ? কবে আসবে সেই দিনটা ?" হতাশ মুখের দু'টো ইমোজিও দিয়েছেন তাহিরা ।

এই পোস্টের নিচে আবার একতা কাপুরের মজার প্রতিক্রিয়া, "আমার ছেলে একদিনের জন্য প্লে-স্কুল গেছিল, আর প্লে-স্কুলটা বন্ধ হয়ে যায় ।"

অন্যদিকে ভূমি পেদনকরের বেশ কিউট লেগেছে এই দুই খুদের ছবি । লিখেছেন, "সো কিউট" ।

দেখে নিন তাহিরার পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.