ETV Bharat / sitara

রকেটের গতিতে দৌড়াতে প্রস্তুত হচ্ছেন তাপসী - Taapsee Rashmi Rocket

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রস্তুতির মুহূর্তের কিছু ছবি তুলে ধরেন তাপসী । সেখানে তাঁকে হ্যামস্ট্রিংয়ের আসন করতে দেখা গিয়েছে । সেই আসনের মাধ্যমে শক্ত হয়ে উঠবে তাঁর পা । যাতে চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি মানানসই হয়ে উঠতে পারেন তিনি, সেই চেষ্টা করছেন নির্মাতারা । আর সেই ভিডিয়ো তাপসীকে বলতে শোনা গিয়েছে, "থাকুক, আজ হয়ে গিয়েছে...।"

োে্
োে্
author img

By

Published : Nov 8, 2020, 10:57 PM IST

মুম্বই : তাপসী পান্নুর আপকামিং ছবি 'রেশমি রকেট'। সেখানে একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাঁকে । সেই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তাপসী ।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রস্তুতির মুহূর্তের কিছু ছবি তুলে ধরেন তাপসী । সেখানে তাঁকে হ্যামস্ট্রিংয়ের আসন করতে দেখা গিয়েছে । সেই আসনের মাধ্যমে শক্ত হয়ে উঠবে তাঁর পা । যাতে চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি মানানসই হয়ে উঠতে পারেন তিনি, সেই চেষ্টা করছেন নির্মাতারা । আর সেই ভিডিয়ো তাপসীকে বলতে শোনা গিয়েছে, "থাকুক, আজ হয়ে গিয়েছে...।"

sdf
তাপসীর পোস্ট

ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা । এই ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । পরিচালনা করছেন আকর্ষ খুরানা ।

dfgdfg
তাপসীর পোস্ট

এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের শুরুর দিকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে তা সম্ভব হয়নি । অবশেষে নভেম্বরে শুরু হল শুটিং ।

এই ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে । তাপসীর অনস্ক্রিন স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে । 'মির্জাপুর'-এর দ্বিতীয় সিজ়নের একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে ।

সব ঠিক থাকলে আগামী বছর হলে মুক্তি পাবে ছবিটি

মুম্বই : তাপসী পান্নুর আপকামিং ছবি 'রেশমি রকেট'। সেখানে একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাঁকে । সেই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন তাপসী ।

ইনস্টাগ্রাম স্টোরিতে প্রস্তুতির মুহূর্তের কিছু ছবি তুলে ধরেন তাপসী । সেখানে তাঁকে হ্যামস্ট্রিংয়ের আসন করতে দেখা গিয়েছে । সেই আসনের মাধ্যমে শক্ত হয়ে উঠবে তাঁর পা । যাতে চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি মানানসই হয়ে উঠতে পারেন তিনি, সেই চেষ্টা করছেন নির্মাতারা । আর সেই ভিডিয়ো তাপসীকে বলতে শোনা গিয়েছে, "থাকুক, আজ হয়ে গিয়েছে...।"

sdf
তাপসীর পোস্ট

ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা । এই ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । পরিচালনা করছেন আকর্ষ খুরানা ।

dfgdfg
তাপসীর পোস্ট

এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের শুরুর দিকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে তা সম্ভব হয়নি । অবশেষে নভেম্বরে শুরু হল শুটিং ।

এই ছবিতে তাপসীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াংশু পেনিউলিকে । তাপসীর অনস্ক্রিন স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে । 'মির্জাপুর'-এর দ্বিতীয় সিজ়নের একটি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে ।

সব ঠিক থাকলে আগামী বছর হলে মুক্তি পাবে ছবিটি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.