ETV Bharat / sitara

অমৃতা প্রীতমের চরিত্রে তাপসী.. - বলিউড

একের পর এক নজর কাড়া চরিত্রে অভিনয় করছেন তাপসী। 'রশমী রকেট'-এর পর এবার তিনি অমৃতা প্রীতমের বায়োপিকে। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।

Taapsee Pannu next film. Taapsee Pannu Amrita Pritam
author img

By

Published : Sep 10, 2019, 11:21 PM IST

মুম্বই : 'মুল্ক'-এর পরিচালক অনুভব সিনহার পরিচালনায় তাপসী পান্নু এবার অমৃতা প্রীতমের চরিত্রে। পাঞ্জাবের বিখ্যাত এই কবি ও লেখিকা অমৃতার জীবন অবলম্বনে তৈরি এই ছবির কথা তাপসী শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রামে।

অমৃতার লেখা একটি কবিতা শেয়ার করেছেন তাপসী। লিখেছেন, "যখন কোনও পুরুষ কোনও মহিলার শক্তিকে অস্বীকার করে, তখন সে তার অবচেতনকে অস্বীকার করে। - অমৃতা প্রীতম."

তাপসী আরও লিখেছেন, "এক অমৃতা থেকে আর এক অমৃতার যাত্রা...ম্যাঁ তেনু ফের মিলাঙ্গি...2020 সালের 6 মার্চ থিয়েটারে।" তাপসীকে এবার এক লেখিকার চরিত্রে দেখতে মুখিয়ে দর্শক।

এই পোস্টের সঙ্গে তাপসী শেয়ার করেছেন একটি ছবি, যেখানে তাঁকে স্ক্রিপ্ট পড়তে দেখা গেছে।

মুম্বই : 'মুল্ক'-এর পরিচালক অনুভব সিনহার পরিচালনায় তাপসী পান্নু এবার অমৃতা প্রীতমের চরিত্রে। পাঞ্জাবের বিখ্যাত এই কবি ও লেখিকা অমৃতার জীবন অবলম্বনে তৈরি এই ছবির কথা তাপসী শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রামে।

অমৃতার লেখা একটি কবিতা শেয়ার করেছেন তাপসী। লিখেছেন, "যখন কোনও পুরুষ কোনও মহিলার শক্তিকে অস্বীকার করে, তখন সে তার অবচেতনকে অস্বীকার করে। - অমৃতা প্রীতম."

তাপসী আরও লিখেছেন, "এক অমৃতা থেকে আর এক অমৃতার যাত্রা...ম্যাঁ তেনু ফের মিলাঙ্গি...2020 সালের 6 মার্চ থিয়েটারে।" তাপসীকে এবার এক লেখিকার চরিত্রে দেখতে মুখিয়ে দর্শক।

এই পোস্টের সঙ্গে তাপসী শেয়ার করেছেন একটি ছবি, যেখানে তাঁকে স্ক্রিপ্ট পড়তে দেখা গেছে।

Intro:Body:

অমৃতা প্রীতমের চরিত্রে তাপসী



একের পর এক নজর কাড়া চরিত্রে অভিনয় করছেন তাপসী। 'রশমী রকেট'-এর পর এবার তিনি অমৃতা প্রীতমের বায়োপিকে। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।



মুম্বই : 'মুল্ক'-এর পরিচালক অনুভব সিনহার পরিচালনায় তাপসী পান্নু এবার অমৃতা প্রীতমের চরিত্রে। পাঞ্জাবের বিখ্যাত কবি ও লেখিকা অমৃতার জীবন অবলম্বনে তৈরি এই ছবির কথা তাপসী শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রামে।



অমৃতার লেখা একটি কবিতা শেয়ার করেছেন তাপসী। লিখেছেন, "যখন কোনও পুরুষ কোনও মহিলার শক্তিকে অস্বীকার করে, তখন সে তার অবচেতনকে অস্বীকার করে। - অমৃতা প্রীতম."



তাপসী আরও লিখেছেন, "এক অমৃতা থেকে আর এক অমৃতার যাত্রা...ম্যাঁ তেনু ফের মিলাঙ্গি...2020 সালের 6 মার্চ থিয়েটারে।"



এই পোস্টের সঙ্গে তাপসী শেয়ার করেছেন একটি ছবি, যেখানে তাঁকে স্ক্রিপ্ট পড়তে দেখা গেছে।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.