ETV Bharat / sitara

'ছপাক' ও 'পাঙ্গা'-র সম পরিমাণ আয় 'থাপ্পড়'-এর

author img

By

Published : Apr 8, 2020, 3:36 PM IST

বক্স অফিস থেকে 'ছপাক' ও 'পাঙ্গা'-র সমান আয় করেছে 'থাপ্পড়'। 'থাপ্পড়' বক্স অফিস থেকে ওই দুটি সিনেমার সমপরিমাণ আয় করতে পারবে বলে ভাবতেও পারেননি তাপসী ।

dg
dgf

মুম্বই : বক্স অফিস থেকে 'ছপাক' ও 'পাঙ্গা'-র সমান আয় করেছে 'থাপ্পড়'। এই খবর পেয়ে খুবই খুশি তাপসী পান্নু । 'থাপ্পড়' ওই দুটি সিনেমার সমপরিমাণ আয় করতে পারবে বলে ভাবতেও পারেননি তিনি ।

এ প্রসঙ্গে তাপসী বলেন, "দীপিকা পাডুকোনের 'ছপাক' ও কঙ্গনা রানাওয়াতের 'পাঙ্গা', দুটোই মহিলা কেন্দ্রিক সিনেমা । একটি ছবিতে তুলে ধরা হয়েছে একজন অ্যাসিড আক্রান্ত মহিলার কাহিনি । অন্যটিতে রয়েছে একজন মহিলার ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর গল্প । এই বছরই মুক্তি পেয়েছে ছবি দুটি । আমরা কখনওই ভাবিনি যে 'থাপ্পড়'-ও বক্স অফিস থেকে ওই দুটি সিনেমার সম পরিমাণ টাকা আয় করবে ।"

তবে ভালো ফলের কথা শুনলে অনেক সময় ভয় করে বলেও জানিয়েছেন তাপসী । বলেন, "যখন একজন সমালোচক বলেন যে সিনেমাটি অন্য সিনেমাকে ছাড়িয়ে সবার প্রথমে রয়েছে তখন খুবই ভয় করে । কারণ একবার গ্রাফটা যদি উপরের দিকে উঠে যায় তাহলে সেখান থেকে নিচে নামা ছাড়া আর অন্য কোথাও যাওয়ার জায়গা থাকে না । সেটাকে ধরে রাখতে পারব কি না তা ভেবে খুবই ভয় করে ।"

ছবিতে অমৃতা নামে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী । তাঁর কথা চিন্তা করেই পরিচালক অনুভব সিনহা ছবির গল্প লেখেন বলে জানান তিনি । তবে 'থাপ্পড়' সিনেমাটি শুধুমাত্র দর্শকরাই নন । এর প্রশংসা করেন সমালোচকরাও ।

কাজের দিক থেকে বেশ কিছু ছবি রয়েছে তাপসীর হাতে । তার মধ্যে রয়েছে 'হাসিন দিলরুবা'-র ছবিও । সেখানে ভিক্রান্ত ম্যাসির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

মুম্বই : বক্স অফিস থেকে 'ছপাক' ও 'পাঙ্গা'-র সমান আয় করেছে 'থাপ্পড়'। এই খবর পেয়ে খুবই খুশি তাপসী পান্নু । 'থাপ্পড়' ওই দুটি সিনেমার সমপরিমাণ আয় করতে পারবে বলে ভাবতেও পারেননি তিনি ।

এ প্রসঙ্গে তাপসী বলেন, "দীপিকা পাডুকোনের 'ছপাক' ও কঙ্গনা রানাওয়াতের 'পাঙ্গা', দুটোই মহিলা কেন্দ্রিক সিনেমা । একটি ছবিতে তুলে ধরা হয়েছে একজন অ্যাসিড আক্রান্ত মহিলার কাহিনি । অন্যটিতে রয়েছে একজন মহিলার ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর গল্প । এই বছরই মুক্তি পেয়েছে ছবি দুটি । আমরা কখনওই ভাবিনি যে 'থাপ্পড়'-ও বক্স অফিস থেকে ওই দুটি সিনেমার সম পরিমাণ টাকা আয় করবে ।"

তবে ভালো ফলের কথা শুনলে অনেক সময় ভয় করে বলেও জানিয়েছেন তাপসী । বলেন, "যখন একজন সমালোচক বলেন যে সিনেমাটি অন্য সিনেমাকে ছাড়িয়ে সবার প্রথমে রয়েছে তখন খুবই ভয় করে । কারণ একবার গ্রাফটা যদি উপরের দিকে উঠে যায় তাহলে সেখান থেকে নিচে নামা ছাড়া আর অন্য কোথাও যাওয়ার জায়গা থাকে না । সেটাকে ধরে রাখতে পারব কি না তা ভেবে খুবই ভয় করে ।"

ছবিতে অমৃতা নামে এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী । তাঁর কথা চিন্তা করেই পরিচালক অনুভব সিনহা ছবির গল্প লেখেন বলে জানান তিনি । তবে 'থাপ্পড়' সিনেমাটি শুধুমাত্র দর্শকরাই নন । এর প্রশংসা করেন সমালোচকরাও ।

কাজের দিক থেকে বেশ কিছু ছবি রয়েছে তাপসীর হাতে । তার মধ্যে রয়েছে 'হাসিন দিলরুবা'-র ছবিও । সেখানে ভিক্রান্ত ম্যাসির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.