মুম্বই : 'ষাণ্ড কি আঁখ' এমন একটি ছবি, যেটি দেখলে বোঝা যায় অভিনয়ের ক্ষেত্রে রিয়েল লাইফ বয়সটা ম্যাটার করে না । তাপসী পান্নু আর ভূমি পেদনকের অল্পবয়সী হওয়া সত্ত্বেও, বৃদ্ধ বয়সী ঠাকুমাদের চরিত্রে দাপিয়ে অভিনয় করেছেন । শুধু অভিনয় দক্ষতা আর মেকআপের দৌলতে একবারের জন্য বোঝা যায়নি তাঁদের আসল বয়স ।
'ষাণ্ড কি আঁখ'-এর লুককে ক্যারিয়ারের সবথেকে বড় এক্সপেরিমেন্ট বলে মনে করেন তাপসী । আর তাই তাঁর প্রথম লুকটেস্টের ছবি শেয়ার করলেন তিনি ইনস্টাগ্রামে ।
একটি ছবিতে তাপসীকে একেবারে 'প্রকাশী তোমার'-এর অবতারে দেখা গেছে । মাথায় সেই হলুদ ওড়না, পরনে ঢোলা শার্ট আর লং স্কার্ট । আর অন্য ছবিতে মেকআপ রুমে তাপসী । তাঁর উপর এক্সপেরিমেন্ট চলছে পুরোদমে ।
সেই এক্সপেরিমেন্ট যে এতটা সফল হবে কে জানত ? পঞ্চাশ দিনের বেশি সময় ধরে প্রেক্ষাগৃহ দাপিয়েছিল 'ষাণ্ড কি আঁখ' । নস্ট্যালজিক তাপসী । দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">