ETV Bharat / sitara

তাপসীর "প্রাউড" মোমেন্ট - তাপসী পান্নু গর্বিত

সোশাল মিডিয়ায় প্রাউড মোমেন্ট শেয়ার করলেন তাপসী পান্নু । স্কুলে হেড গার্ল হিসেবে শপথ নেওয়া তাপসীর সেই ছবি ভাইরাল ইনস্টাগ্রামে ।

taapsee pannu head girl
taapsee pannu head girl
author img

By

Published : Apr 7, 2020, 5:08 PM IST

মুম্বই : তাপসী পান্নু পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন । এই কথা সবাই জানেন । বুদ্ধিমতী ও পড়ুয়া তাপসী ক্লাসের হেড গার্ল হিসেবে শপথও নিয়েছিলেন স্কুল জীবনে । সেই থ্রোব্যাক ছবি শেয়ার করলেন তাপসী ।

অভিনেত্রী লিখেছেন, "থ্রোব্যাক, যেই ছবি আমায় কিছুটা গর্বিত করে আর কিছুটা অস্বস্তিতে ফেলে দেয় । আমার কাছে তখন পারফেক্ট হওয়া মানে ছিল স্কুলের হেড গার্ল হওয়া । সেদিন আমার সেই স্বপ্ন পূরণ হয়েছিল ।"

তিনি আরও লেখেন, "আমি জীবনে যে কয়েকটা জিনিস প্ল্যান করেছিলাম, এটা তার মধ্যে অন্যতম ছিল । সেটা সত্যিও হয়েছিল ।" মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়, সেদিন বুঝতে পেরেছিলেন তাপসী ।

হেড গার্ল হিসেবে শপথ নেওয়ার সময় তাপসীর দুই পাশে স্তম্ভের মতো দাঁড়িয়ে তাঁর বাবা-মা l চারিদিকে অন্য ক্লাসের ছেলেমেয়েরাও তাদের বাবা-মায়ের সঙ্গে একই ভাবে শপথ নিচ্ছেন সেই ছবিতে । দেখে নিন তাপসীর পোস্ট...

মুম্বই : তাপসী পান্নু পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন । এই কথা সবাই জানেন । বুদ্ধিমতী ও পড়ুয়া তাপসী ক্লাসের হেড গার্ল হিসেবে শপথও নিয়েছিলেন স্কুল জীবনে । সেই থ্রোব্যাক ছবি শেয়ার করলেন তাপসী ।

অভিনেত্রী লিখেছেন, "থ্রোব্যাক, যেই ছবি আমায় কিছুটা গর্বিত করে আর কিছুটা অস্বস্তিতে ফেলে দেয় । আমার কাছে তখন পারফেক্ট হওয়া মানে ছিল স্কুলের হেড গার্ল হওয়া । সেদিন আমার সেই স্বপ্ন পূরণ হয়েছিল ।"

তিনি আরও লেখেন, "আমি জীবনে যে কয়েকটা জিনিস প্ল্যান করেছিলাম, এটা তার মধ্যে অন্যতম ছিল । সেটা সত্যিও হয়েছিল ।" মন থেকে কিছু চাইলে সেটা পাওয়া যায়, সেদিন বুঝতে পেরেছিলেন তাপসী ।

হেড গার্ল হিসেবে শপথ নেওয়ার সময় তাপসীর দুই পাশে স্তম্ভের মতো দাঁড়িয়ে তাঁর বাবা-মা l চারিদিকে অন্য ক্লাসের ছেলেমেয়েরাও তাদের বাবা-মায়ের সঙ্গে একই ভাবে শপথ নিচ্ছেন সেই ছবিতে । দেখে নিন তাপসীর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.