মুম্বই : 'থাপ্পড়' তাপসীর জীবনে এক অনন্য অভিজ্ঞতা, এই কথা আগেই জানিয়েছেন তিনি । আর তাই এই ছবির পরিচালক অনুভব সিনহাকে বাদ দিয়ে কখনই অভিনেত্রীর আত্মজীবনী সম্পূর্ণ হবে না, অনুভূতিপ্রবণ পোস্ট তাপসীর ।
ইনস্টাগ্রামের মাধ্যমে অনুভবকে ধন্যবাদ জানিয়েছেন তাপসী । শুরুতেই লিখেছেন, "জানি আপনার কোনও সাহায্যের প্রয়োজন নেই । আমি শুধুমাত্র সঙ্গ দিতে এসেছি ।"
তাপসী নিজেকে অনুভবের বিশাল ফ্যান বলে মনে করেন । তবে ঠিক বুঝতে পারেন না যে তিনি মানুষ অনুভবের বড় ফ্য়ান না পরিচালক অনুভবের ।
তাপসীর ভাষায়, "আমার ফিল্মোগ্রাফি তো বটেই, যদি আমার কোনও আত্মজীবনীও লেখা হয়, সেটা আপনাকে ছাড়া অসম্পূর্ণ ।" সেই আত্মজীবনী আবার অনুভবকে দিয়েই সংশোধন করিয়ে নেবেন বলে মস্করা তাপসীর ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এর আগে অনুভবের 'মুল্ক' ছবিতে অভিনয় করেছেন তাপসী । সেই ছবিও দর্শকের দরবারে দারুণ প্রশংসা পায় । এবার 'থাপ্পড়'-এর অপেক্ষা ।
তবে আত্মবিশ্বাসী তাপসী । তিনি লিখেছেন, "আরও একটা শুক্রবার আমাদের কাছে । এবারও আমার সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের প্রচেষ্টার উপর, যে প্রচেষ্টা দিয়ে আমরা আমাদের ক্যারিয়ারের সবথেকে ভালো ছবিটা বানিয়েছি ।"
'থাপ্পড়' মুক্তি পাচ্ছে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল । আরও একটা মাস্টারপিস দেখতে মুখিয়ে দর্শক ।