ETV Bharat / sitara

কাকে ছাড়া আত্মজীবনী অসম্পূর্ণ ? জানালেন তাপসী - তাপসী পান্নু

সামনেই মুক্তি পেতে চলেছে অনুভব সিনহা পরিচালিত ও তাপসী পান্নু অভিনীত 'থাপ্পড়' । ছবি মুক্তির আগে অনুভবের উদ্দেশে এক অনুভূতিপ্রবণ বার্তা দিলেন তাপসী ।

Taapsee Pannu to Anubhav Sinha
Taapsee Pannu to Anubhav Sinha
author img

By

Published : Feb 27, 2020, 3:21 PM IST

মুম্বই : 'থাপ্পড়' তাপসীর জীবনে এক অনন্য অভিজ্ঞতা, এই কথা আগেই জানিয়েছেন তিনি । আর তাই এই ছবির পরিচালক অনুভব সিনহাকে বাদ দিয়ে কখনই অভিনেত্রীর আত্মজীবনী সম্পূর্ণ হবে না, অনুভূতিপ্রবণ পোস্ট তাপসীর ।

ইনস্টাগ্রামের মাধ্যমে অনুভবকে ধন্যবাদ জানিয়েছেন তাপসী । শুরুতেই লিখেছেন, "জানি আপনার কোনও সাহায্যের প্রয়োজন নেই । আমি শুধুমাত্র সঙ্গ দিতে এসেছি ।"

তাপসী নিজেকে অনুভবের বিশাল ফ্যান বলে মনে করেন । তবে ঠিক বুঝতে পারেন না যে তিনি মানুষ অনুভবের বড় ফ্য়ান না পরিচালক অনুভবের ।

তাপসীর ভাষায়, "আমার ফিল্মোগ্রাফি তো বটেই, যদি আমার কোনও আত্মজীবনীও লেখা হয়, সেটা আপনাকে ছাড়া অসম্পূর্ণ ।" সেই আত্মজীবনী আবার অনুভবকে দিয়েই সংশোধন করিয়ে নেবেন বলে মস্করা তাপসীর ।

এর আগে অনুভবের 'মুল্ক' ছবিতে অভিনয় করেছেন তাপসী । সেই ছবিও দর্শকের দরবারে দারুণ প্রশংসা পায় । এবার 'থাপ্পড়'-এর অপেক্ষা ।

তবে আত্মবিশ্বাসী তাপসী । তিনি লিখেছেন, "আরও একটা শুক্রবার আমাদের কাছে । এবারও আমার সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের প্রচেষ্টার উপর, যে প্রচেষ্টা দিয়ে আমরা আমাদের ক্যারিয়ারের সবথেকে ভালো ছবিটা বানিয়েছি ।"

Taapsee Pannu to Anubhav Sinha
'মুল্ক' ছবিতে তাপসী

'থাপ্পড়' মুক্তি পাচ্ছে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল । আরও একটা মাস্টারপিস দেখতে মুখিয়ে দর্শক ।

মুম্বই : 'থাপ্পড়' তাপসীর জীবনে এক অনন্য অভিজ্ঞতা, এই কথা আগেই জানিয়েছেন তিনি । আর তাই এই ছবির পরিচালক অনুভব সিনহাকে বাদ দিয়ে কখনই অভিনেত্রীর আত্মজীবনী সম্পূর্ণ হবে না, অনুভূতিপ্রবণ পোস্ট তাপসীর ।

ইনস্টাগ্রামের মাধ্যমে অনুভবকে ধন্যবাদ জানিয়েছেন তাপসী । শুরুতেই লিখেছেন, "জানি আপনার কোনও সাহায্যের প্রয়োজন নেই । আমি শুধুমাত্র সঙ্গ দিতে এসেছি ।"

তাপসী নিজেকে অনুভবের বিশাল ফ্যান বলে মনে করেন । তবে ঠিক বুঝতে পারেন না যে তিনি মানুষ অনুভবের বড় ফ্য়ান না পরিচালক অনুভবের ।

তাপসীর ভাষায়, "আমার ফিল্মোগ্রাফি তো বটেই, যদি আমার কোনও আত্মজীবনীও লেখা হয়, সেটা আপনাকে ছাড়া অসম্পূর্ণ ।" সেই আত্মজীবনী আবার অনুভবকে দিয়েই সংশোধন করিয়ে নেবেন বলে মস্করা তাপসীর ।

এর আগে অনুভবের 'মুল্ক' ছবিতে অভিনয় করেছেন তাপসী । সেই ছবিও দর্শকের দরবারে দারুণ প্রশংসা পায় । এবার 'থাপ্পড়'-এর অপেক্ষা ।

তবে আত্মবিশ্বাসী তাপসী । তিনি লিখেছেন, "আরও একটা শুক্রবার আমাদের কাছে । এবারও আমার সম্পূর্ণ আস্থা রয়েছে আমাদের প্রচেষ্টার উপর, যে প্রচেষ্টা দিয়ে আমরা আমাদের ক্যারিয়ারের সবথেকে ভালো ছবিটা বানিয়েছি ।"

Taapsee Pannu to Anubhav Sinha
'মুল্ক' ছবিতে তাপসী

'থাপ্পড়' মুক্তি পাচ্ছে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল । আরও একটা মাস্টারপিস দেখতে মুখিয়ে দর্শক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.