মুম্বই : অবাক লাগলেও এটাই সত্যি ! আর একথা নিজেই জানিয়েছে তাপসী পান্নু । হৃত্বিক রোশনের সঙ্গে ছবি করার অপেক্ষায় রয়েছেন তিনি । আর অপেক্ষা যাতে বিফলে না যায় তার জন্য 'ষড়যন্ত্র' করছেন বলেও জানান ।
সম্প্রতি একটি রিয়েলিটি শো-তে গিয়ে তাপসী বলেন, "আমি হৃত্বিক রোশনের ফ্যান । দিয়া মির্জার জন্মদিনে তাঁর সঙ্গে আমার দেখা হয় । তাঁর সঙ্গে একটা সেলফি তুলতে চেয়েছিলাম । কিন্তু, তখন হঠাৎ করে মনে হয় এখন ছবি তোলার থেকে তাঁর সঙ্গে একটা সিনেমা করাই ভালো । ব্যস তারপর থেকেই অপেক্ষা করছি । আর তাঁর সঙ্গে সিনেমা করার ষড়যন্ত্র করে চলেছি । যেদিন সিনেমা করব সেদিনই তাঁর সঙ্গে সেলফি তুলব বলে ঠিক করেছি ।"
ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের বায়োপিকে অভিনয় করছেন তাপসী । মিতালির চরিত্রেই দেখা যাবে তাঁকে । ছবির নাম 'শাবাস মিথু'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে তাঁর ফার্স্টলুক । স্ক্রিনে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে অনেক কসরতও করছেন । সবথেকে বড় বিষয় হল হৃত্বিকের পাশাপাশি সব খেলোয়াড়দেরই বড় ফ্যান তাপসী । খেলার মাধ্যমে নিজের গর্বিত করে তোলেন তাঁরা । আর সেই কারণেই যে কোনও খেলোয়াড়কেই ভীষণ ভালো লাগে তাঁর ।
এ সম্পর্কে তিনি বলেন, "দেশের খেলোয়াড়দের আমার খুব ভালো লাগে । তাঁদের সবার সঙ্গেই আমি ছবি তুলতে চাই । তাঁরাই দেশের সত্যিকারের হিরো ।"
যাই হোক এখন 'থাপ্পড়'-এর প্রচার নিয়ে খুবই ব্যস্ত তাপসী । সেখানে একজন উচ্চ মধ্যবিত্ত গৃহবধূর চরিত্রে দেখা যাবে তাঁকে । পারিবারিক হিংসাকে কেন্দ্র করে তৈরি ছবিটি । 28 ফেব্রুয়ারি মুক্তি পাবে 'থাপ্পড়'।