মুম্বই : কঙ্গনা রানাওয়াত আর তাপসী পান্নুর কথার লড়াইতে সরগরম নেট দুনিয়া । কিন্তু, এই লড়াই আর টেনে নিয়ে যেতে পারছেন না তাপসী । তিনি বুঝতে পারছেন না কঙ্গনা আসলে কী বলতে চাইছেন ।
কঙ্গনার একটি থ্রোব্যাক ইন্টারভিউ শেয়ার করেছেন তাপসী । সেখানে কঙ্গনার মুখে মহেশ ভাটের প্রশংসা । সেখানে তিনি বলছেন, "কে কোন পরিবার থেকে এসেছে সেটা ম্যাটার করে না । একবার তোমার ফিল্ম রিলিজ় হয়ে গেলে পুরোটাই দর্শকের উপর নির্ভর করে । তবে প্রথম ব্রেক পাওয়াটাই কঠিন ।"
অর্থাৎ ক্যারিয়ারের শুরুতে 'আউটসাইডার' হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে নেপোটিজ়ম নিয়ে কোনও আপত্তি ছিল না কঙ্গনার । তিনি দর্শকের বিচারে বিশ্বাস রাখতেন । তবে এখন পুরোপুরি অন্য মত পোষণ করেন কঙ্গনা । আর সেই কারণেই কনফিউজ়ড তাপসী ।
ভিডিয়োটি শেয়ার করে তাপসী লিখেছেন, "আমি এই লড়াই থেকে বেরিয়ে যেতে চাই, নাহলে আমি নিজেই ভুলে যাব যে আমার স্ট্যান্ড পয়েন্ট কী ছিল..."
দেখে নিন তাঁর টুইট...
-
Arre !!???? Toh ab final kya hai ? Matter karta hai to be from the ‘inside’ or no. Yaar yeh sab kuch bohot confusing hota jaa raha hai 🤪 I’m gonna sign out of this before I forget ki mera stand kya hai 🤯 https://t.co/DcNNbVJH3d
— taapsee pannu (@taapsee) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Arre !!???? Toh ab final kya hai ? Matter karta hai to be from the ‘inside’ or no. Yaar yeh sab kuch bohot confusing hota jaa raha hai 🤪 I’m gonna sign out of this before I forget ki mera stand kya hai 🤯 https://t.co/DcNNbVJH3d
— taapsee pannu (@taapsee) July 21, 2020Arre !!???? Toh ab final kya hai ? Matter karta hai to be from the ‘inside’ or no. Yaar yeh sab kuch bohot confusing hota jaa raha hai 🤪 I’m gonna sign out of this before I forget ki mera stand kya hai 🤯 https://t.co/DcNNbVJH3d
— taapsee pannu (@taapsee) July 21, 2020